Select Page

এক কয়েদীর ডায়েরী : পরিচালক মালেক আফসারী, নায়ক জায়েদ, নায়িকা সোনিকা!

এক কয়েদীর ডায়েরী : পরিচালক মালেক আফসারী, নায়ক জায়েদ, নায়িকা সোনিকা!

মুক্তির অপেক্ষায় আছে ‘অন্তর জ্বালা’। আলোচিত সিনেমাটির পরিচালক মালেক আফসারী। প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন জায়েদ খান। এবার জানা গেল নতুন তথ্য। তারা আবারো জোট বাঁধছেন ‘এক কয়েদীর ডায়েরী’ সিনেমায়। এটি নির্মিত হবে সত্য ঘটনা অবলম্বনে। খবর পরিবর্তন ডটকম।

এ প্রসঙ্গে মালেক আফসারী বলেন, ‘বহুদিন আগে এক জেলার বন্ধু আমাকে একটি ডায়েরী দিয়েছিল একজন কয়েদীর। আমি মাঝে-মধ্যে তার ডায়েরিটি পড়তাম। ওটি নিয়েই অনেকদিন ধরে ছবি বানানোর ইচ্ছে ছিল। জায়েদ খানকে বলার পর ও রাজি হয়ে গেল।’

আরো জানালেন নায়ক জায়েদ খান হলেও নায়িকা ঠিক হয়নি। মালেক আফসারীর ভাষ্যে, ‘দুদিন আগে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। ওকে আমার ভালো লেগেছে। ও রাজি থাকলে ওকেই নায়িকা করব। না হলে এখনকার কাউকে নিব।’

সম্প্রতি ডিজে সোনিকার সঞ্চালনায় একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ নির্মাতা। সোনিকায় নায়িকা কিনা? এ প্রসঙ্গে মালেক আফসারী বলেন, ‘না ব্যাপারটা তা না। আগে তো ওর রাজি হতে হবে।’

‘এক কয়েদীর ডায়েরী’র কাহিনি লিখছেন আবদুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য পরিচালকের নিজের। এ ছবির মাধ্যমে মালেক আফসারী প্রথমবারের মতো সিনেমাটোগ্রাফি করতে যাচ্ছেন। ছবির সবকটি গান লিখছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজনে আলী আকরাম শুভ। ছবিটি প্রযোজনা করছে জেড কে মুভিজ। শুটিং শুরু হবে ১ জানুয়ারি, ২০১৮।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares