Select Page

এক ছবিতে রাজ্জাক, ববিতা, সোহেল রানা ও দিতি

এক ছবিতে রাজ্জাক, ববিতা, সোহেল রানা ও দিতি
rajjak-5-B-216x275এবার একসঙ্গে বড় পর্দায় আসছেন ষাট, সত্তর, আশি ও নব্বই দশকের সাড়াজাগানো তিন জ্যেষ্ঠ অভিনয় শিল্পী রাজ্জাক, ববিতাসোহেল রানা।  তাদের সাথে আছেন আশি ও নব্বই দশকের জনপ্রিয় নায়িকা দিতি।   সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী‘ চলচ্চিত্রে অভিনয় করেছেন তারা।
আলোচিত এই চলচ্চিত্রের প্রধান তিনটি চরিত্রে আছেন শাকিব খান, জয়া আহসানআরেফিন শুভ। ত্রিভুজ প্রেমের এই চলচ্চিত্রের গল্প লিখেছেন সাংবাদিক রুম্মান রশীদ খান
নায়করাজ বলেন, একসময় আমরা একসঙ্গে অভিনয় করে দর্শক মন জয় করেছি। দীর্ঘদিন পর আবারও একই চলচ্চিত্রে অভিনয় করতে পেরে ভালো লাগছে।
ববিতা বলেন, রাজ্জাক ও সোহেল রানার সঙ্গে জুটি বেঁধে প্রচুর চলচ্চিত্রে কাজ করেছি এবং দর্শক আমাদের সাদরে গ্রহণ করেছিল। অনেকদিন পর আবার একসঙ্গে একই চলচ্চিত্রে কাজ করতে পেরে আনন্দিত। আশা করছি, দর্শক আগের মতোই আমাদের গ্রহণ করবে।
সোহেল রানা বলেন, চলচ্চিত্রের সোনালি সময়ের নায়ক-নায়িকা ছিলাম আমরা। এরপর অবশ্য মা-বাবা হিসেবে অনেক চলচ্চিত্রে কাজ করেছি। কিন্তু এবারের চলচ্চিত্রটির গল্প ও চরিত্র চমৎকার। দর্শক এতে ভিন্ন স্বাদ খুঁজে পাবে।
নতুনদের সাথে সাথে চলচ্চিত্রে এই চার জ্যৈষ্ঠ শিল্পীর কাজ দেখতে অধীর হয়ে আছেন দর্শক।
ঈদে মুক্তি পাবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রটি।


মন্তব্য করুন