Select Page

এক ঢিলে দুই পাখি মারলেন জিৎ

এক ঢিলে দুই পাখি মারলেন জিৎ

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করছেন জিৎ। ‘বস টু’ নামের ছবিটির শেষ লটের শুটিং হলো ঢাকায়। শুটিংয়ে অংশ নিতে এসে এক ঢিলে দুই পাখি মারলেন জিৎ। সারা দিন শুটিং শেষে রাতে ‘বস টু’র হল বুকিং করেছেন তিনি।

রোজার ঈদে মুক্তি পেতে যাওয়া ছবিটি এরই মধ্যে বলাকা, মধুমিতা, চিত্রামহল, মণিহারসহ দেশের বড় ৫০টি হল পেয়েছে বলে জানান জিৎ।

তিনি বলেন, “বাংলাদেশে আমার এত ভক্ত আগে জানতাম না। গত ঈদে ‘বাদশা’ মুক্তি পাওয়ার পর বুঝেছি, এখানে আমার কত পাগল ভক্ত আছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ছাড়া এত বড় বাজেটের ছবি নির্মাণের চিন্তাও মাথায় আনতে পারতাম না। কথা দিচ্ছি, ‘বাদশা’র চেয়েও ‘বস টু’ আরো ভালো লাগবে সবার।”

২০১৩ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পায় হিট সিনেমা ‘বস’। তার রেশ ধরে এবার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বস টু’, পরিচালনা করছেন বাবা যাদব। ইতোমধ্যে ভারত ও থাইল্যান্ডে সিনেমাটির চিত্রায়ন হয়েছে। এতে জিতের বিপরীতে অভিনয় করছেন ঢাকার নুসরাত ফারিয়া ও কলকাতার শুভশ্রী গাঙ্গুলি। মুক্তি পাবে ঈদুল ফিতরে।

সর্বশেষ ঈদুল ফিতরে ঢাকা-কলকাতায় মুক্তি পায় যৌথ প্রযোজনার ‘বাদশা দ্য ডন’। জিৎ-নুসরাত ফারিয়া অভিনীত সিনেমাটি প্রথম সপ্তাহে বাংলাদেশের বড় হলগুলো দখলে রাখে। সিনেমাটি ২০১৬ সালে সর্বোচ্চ ব্যবসা করে।


মন্তব্য করুন