Select Page

এক দশক পর ইমন-সুজানা

এক দশক পর ইমন-সুজানা

দশ বছর আগে প্রথম বিজ্ঞাপনচিত্রে জুটি হয়েছিলেন অভিনেতা ইমন ও মডেল সুজানা জাফর। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। সম্প্রতি আবারও জুটি বেঁধেছেন এ দুই শিল্পী।

এবার বিজ্ঞাপনে নয়, নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। ‘প্রেমের পথে মায়াজালে’ শিরোনামে একটি নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের। নাটকটি পরিচালনা করেছেন বিইউ শুভ, রচনা করেছেন সেজান নূর।

নাটকটি প্রসঙ্গে সুজানা বলেন, ‘প্রায় দশ বছর পর ইমনের সঙ্গে আবার কাজ করেছি। বিষয়টি ভাবতেই খুব ভালো লাগছে। তবে তার সঙ্গে নাটকে অভিনয়ের অভিজ্ঞতাটা এবারই প্রথম। ইমন কাজের ক্ষেত্রে বেশ সহযোগিতা করেছেন। আশা করছি আমাদের কাজ দর্শক গ্রহণ করবেন।’

ইমন বলেন, দীর্ঘদিন পর সুজানার সঙ্গে কাজ করলাম বেশ ভালো একটি কাজ হয়েছে। নাটকটির গল্পও চমৎকার। এ গল্পের কারণেই আশা করি দর্শকদের কাছে ভালো লাগবে।’

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। শিগগিরিই যে কোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।


মন্তব্য করুন