Select Page

এক বছর পর ছাড়পত্র পেল ‘আগস্ট ১৯৭৫’, শোক দিবসে মুক্তি

এক বছর পর ছাড়পত্র পেল ‘আগস্ট ১৯৭৫’, শোক দিবসে মুক্তি

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেষ রাত থেকে ১৬ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহ দাফন পর্যন্ত ইতিহাসের সময় নিয়ে নির্মিত হয়েছে ‘আগস্ট ১৯৭৫’।

‘আগস্ট ১৯৭৫’ ছবিতে শতাব্দী ওয়াদুদ

ছবিটি গত বছরের জুলাইয়ে সেন্সর বোর্ডে জমা হয়েছিল। এক বছরের বেশি সময় পর এ সপ্তাহে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ফলে ছবিটি মুক্তিতে আর কোন বাধা থাকলো না।

সারাবাংলা ডট নেট এক প্রতিবেদনে জানায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেবাজ’-এ মুক্তি পাবে। দেশের সিনেমা হল খুললে সেখানেও ছবিটি মুক্তি দেওয়া হবে।

গত বছর সেন্সরে জমার পর থেকে ‘আগস্ট ১৯৭৫’ ছবিটি বেশ কয়েকবার বোর্ড সদস্যরা দেখেছেন। এছাড়া বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্যরাও দেখেন। সেন্সর বোর্ড তখন সারাবাংলাকে বলেছিলো ছবিটির বিষয়বস্তু ‘সেন্সেটিভ’ বিধায় ছাড়পত্র দিতে দেরি হচ্ছে। তবে এবার ছাড়পত্র দেওয়া পেলেও বেশ কিছু সংশোধনীর পরে তা অর্জিত হয়েছে।

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন বলেন, এটাকে কর্তন সাপেক্ষে ছাড়পত্র বলা যাবে না। ছবিতে কিছু বানান ভুল ও কিছু ব্যাপারে তথ্যগত ভুল ছিল আমরা ওগুলোর সংশোধনী দিয়েছিলাম— প্রযোজক সেগুলো সংশোধন করে জমা দেওয়ার পর আমরা ছাড়পত্র দিয়েছি।

‘আগস্ট ১৯৭৫’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ।

ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন সেলিম খান। এর উপদেষ্টা পরিচালক শামীম আহমেদ রনি।


মন্তব্য করুন