Select Page

এক সিনেমায় দুই মাহি

এক সিনেমায় দুই মাহি

mahi

তারা যমজ। মাহি মাদকাসক্ত, আর মিথিলা শান্ত-শিষ্ট ভদ্র। এমন চরিত্রে অভিনয় করছেন হালের সেনসেশন মাহি। নাম ঠিক না হওয়া সিনেমাটি বানাচ্ছেন বদিউল আলম খোকন

প্রথম আলোকে খোকন জানান, তার পরবর্তী ছবিতে মাহিয়া মাহি যমজ দুই বোনের চরিত্রে অভিনয় করবেন। ছবিতে একজনের নাম মাহিই থাকছে। অন্যজনের নাম মিথিলা। চিত্রনাট্য লিখছেন গীতিকার রফিকুজ্জামান।

একইসঙ্গে দুই ধরনের দুটি চরিত্রে অভিনয় করার জন্য কী প্রস্তুতি নিচ্ছেন? এমন প্রশ্নে ‘ঢাকা অ্যাটাক’ ছবির শুটিংয়ে বান্দরবানে থাকা মাহি বলেন, ‘আমি পুরোপুরি পরিচালকের ওপর নির্ভরশীল। শুটিং শুরুর আগে পরিচালক চরিত্রটিকে যেভাবে বুঝিয়ে দেন, সেভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করি।’

পরিচালক জানান, ছবিতে যমজ দুই বোনের বিপরীতে আরিফিন শুভজায়েদ খানের অভিনয় করার কথা আছে। জায়েদ খান চুক্তিবদ্ধ হলেও আরিফিন শুভর সঙ্গে এখনো চুক্তি হয়নি।
ছবিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজ, নূতন প্রমুখ। ১০ এপ্রিল থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।


মন্তব্য করুন