Select Page

এক সিনেমায় শাকিব-তায়েব!

এক সিনেমায় শাকিব-তায়েব!

‘দোস্ত দুশমন’ হয়ে বড়পর্দায় আসছেন শাকিব খান ও ডি এ তায়েব। মানে এই শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করবেন তারা। আর ছবিটি প্রযোজনা করবেন যৌথভাবে শাকিব খান ও ডি এ তায়েব। তাদের প্রযোজনা সংস্থা এস কে প্রোডাকশন ও এস জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হবে এই ছবিটি।

বাংলাদেশ প্রতিদিন জানায়, ‘দোস্ত দুশমন’-এর পাণ্ডুলিপি তৈরি করবেন কমল সরকার।

শাকিব খান বর্তমানে কক্সবাজারে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংয়ে রয়েছেন। সেখান থেকে ফিরেই ডি এ তায়েবকে নিয়ে ছবির নির্মাতা ও অন্যান্য অভিনয় শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করবেন বলে জানান।

এদিকে ডি এ তায়েব বলেন, শাকিবের সঙ্গে আমার হৃদ্যতার সম্পর্ক দীর্ঘদিনের। এবার এই সম্পর্ককে কাজের মাধ্যমে জোরালো করতে চাই। তাই দুজন আলাপ আলোচনার মাধ্যমে এই ছবিটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। সব ঠিক থাকলে অ্যাকশন-রোমান্টিক ঘরানার এই ছবির কাজ ঈদের পরেই শুরু হতে পারে।

উল্লেখ্য যে, একই শিরোনামে ১৯৭৭ সালে দেওয়ান নজরুল একটি ছবি নির্মাণ করেন। এতে অভিনয় করেছিলেন সোহেল রানা ও ওয়াসিম। ছবিটি সুপারহিট ব্যবসা করে।


মন্তব্য করুন