Select Page

এক সিনেমায় শাবনূর-মাহি

এক সিনেমায় শাবনূর-মাহি

ঈদুল আজহার পর মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ দিয়ে অভিনয়ে ফিরছেন শাবনূর। এছাড়া নাম ঠিক না হওয়া আরেকটি ছবিতে তার সঙ্গে দেখা যাবে মাহিয়া মাহিকে। শুটিং শুরু হবে নভেম্বরে।

টানা দুই দশক ঢালিউডে শীর্ষ স্থান দখলে ছিল শাবনূরের। কয়েক বছর ধরে তিনি চলচ্চিত্রে অনিয়মিত। বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে থাকছেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি দেশে ফিরেছেন এ নায়িকা। নতুন ছবি প্রসঙ্গে শাবনূর বলেন, ‘ইন্ডাস্ট্রির সবার কাছে মাহির প্রশংসা শুনেছি। নির্মাতা মানিকের কাছে শুনলাম ও নাকি ‘জান্নাত’-এ দুর্দান্ত অভিনয় করেছে। ও তো অনেক লক্ষ্মী একটা মেয়ে। আমাকে খুব সম্মান দেখাল। আশা করি আমার সঙ্গে কাজটিও ভালো হবে।’

এ ছাড়া ‘এত প্রেম এত মায়া’ ছবিটির একটি গানে কণ্ঠ দেবেন শাবনূর।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

স্পটলাইট

Movies to watch in 2018
Coming Soon

[wordpress_social_login]

Shares