Select Page

এক সিনেমায় হেমা, সানি ও পরী!

এক সিনেমায় হেমা, সানি ও পরী!

বলিউডের হেমা মালিনী ও সানি লিওন এবং ঢালিউডের পরী মনিকে একই ছবিতে ক্যামেরাবন্দি করার প্রস্তুতি নিচ্ছেন পশ্চিমবঙ্গের পরিচালক এল হাসান। বাংলাদেশ প্রতিদিন এক প্রতিবেদনে বৃহস্পতিবার জানায়, সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে না। পুরোপুরি টলিউডের ছবি। তবে বাংলাদেশের সেনসেশন পরী মনি এখনো তার সিদ্ধান্ত জানাননি।

হাসান বলেন, “জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ সিনেমার শুটিংয়ের সময়ে কলকাতায় দেখা হয় পরী মনির সঙ্গে। তখনই প্রাথমিক প্রস্তাব রাখি আমার ছবিটির ব্যাপারে। কিন্তু শিডিউলের কারণে সায় পাচ্ছিলাম না পরী মনির।”

তিনি আরো বলেন, ‘আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানাবেন পরী মনি। আশা করছি এবার হয়তো আর হতাশ হব না। আরেকটা কথা না বললেই নয়, ওখানকার একটি প্রোডাকশন হাউস দুই বছরের জন্য পরী মনিকে চুক্তিবদ্ধ করাতে চেয়েছিল। কিন্তু ঢাকাই চলচ্চিত্রের কথা ভেবে তিনি সায় দেননি। তার এ দেশপ্রেমটাও আমাকে মুগ্ধ করেছিল তখন।’

এ বিষয়ে জানতে চাইলে পরী বলেন, ‘হ্যাঁ, হাসান ভাইয়ের কাছ থেকে প্রস্তাবটা পেয়েছি। কিন্তু শিডিউলের কারণে তখন সিদ্ধান্ত দেইনি। বলেছি আগামী সপ্তাহে সারাবছরের পরিকল্পনা দেখে চূড়ান্ত কথা বলব। বাকিটা না হয় ৪ জানুয়ারির পর জানাব।’

এদিকে সম্প্রতি ঢাকায় এসেছেন হাসান। পরী মনির পাশাপাশি চেষ্টা করছেন নায়ক হিসেবে রোশনকে নিতে। কিন্তু জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে রোশনের চুক্তি থাকার কারণে একটু সময় নিচ্ছেন বলে জানালেন তিনি।


মন্তব্য করুন