Select Page

এগিয়ে যাচ্ছেন মাহি

এগিয়ে যাচ্ছেন মাহি

60085_e4প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’-এ খামখেয়ালি স্বাধীনচেতা  মেয়ের চরিত্রে, দ্বিতীয় ছবি ‘অন্যরকম ভালোবাসা’য় একটু অন্যরকম এবং আর সদ্যমুক্তি পাওয়া ‘পোড়ামন’ ছবিতে গ্রামের মেয়ে পরী।

একেকবার একেকরূপে দর্শকদের মুগ্ধ করলেন মাহি

সফল তিন ছবির মাধ্যমে তিনি হয়ে উঠেছেন আলোচিত ও নির্ভরযোগ্য নাম। তাই নতুন ছবি নির্মাণের ক্ষেত্রে মাহিকেই প্রথম পছন্দের তালিকায় রাখছেন নির্মাতারা।

বর্তমানে তার হাতে রয়েছে অগ্নি, জানেমান, নেশা এবং দবির সাহেবের সংসার। এগুলোর কাজ কিছুটা গুছিয়ে নিয়েই নতুন ছবির কাজে হাত দেবেন।

চলতি সপ্তাহেই শুটিং করতে ‘অগ্নি’ ছবি শ্যুটিংয়ে ব্যাংকক যাচ্ছেন তিনি। সেখানে প্রায় দেড় মাস থাকবেন।

সর্বশেষ খবর হলো, সামনের ঈদে মুক্তি পাবে  ‘ভালোবাসা আজকাল’। পি এ কাজল পরিচালিত এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন