Select Page

এগিয়ে যাচ্ছে ‘সুপার হিরো’

এগিয়ে যাচ্ছে ‘সুপার হিরো’

২৩ জানুয়ারি অস্ট্রেলিয়া সিডনিতে শুরু হয়েছে আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’র শুটিং। ইতোমধ্যে কলা-কুশলীদের সৌজন্যে অনলাইনে ছড়িয়েছে কিছু ছবি। সেখানে বেশ ‘কুল’ লুকে দেখা যাচ্ছে হিরো-ভিলেন সবাইকে।

তেমন কয়েকটি ছবি পোস্ট করেন খল অভিনেতা টাইগার রবি। সেখানে শাকিব-রবির মুখোমুখি দাঁড়ানো দেখা যায়। ওই ছবিতে ক্যাপশন দেওয়া হয় ‘সুপারহিরো’ ভার্সেস ‘সুপারভিলেন’।

ছবিটি অ্যাকশনধর্মী— তা প্রকাশিত স্টিল দেখে বোঝা যায়। শাকিবের চরিত্র সম্পর্কে জানা যায় না। সংবাদমাধ্যমকে রবি নিজের চরিত্র সম্পর্কে বলেন, ছবিটির মূল খলচরিত্রে আমি অভিনয় করছি। এতে আমি একজন আন্তর্জাতিক খুনি, যে বিশ্বের গুরুত্বপূর্ণ মানুষদের খুনের চুক্তি নেয়। এই ছবি করতে প্রচুর পরিশ্রম হচ্ছে। তবুও চেষ্টা করছি, দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে।

শোনা যাচ্ছে, ‘সুপার হিরো’ তে যত অস্ত্র ব্যবহৃত হচ্ছে তার সবই আধুনিক প্রযুক্তির ‘অরিজিনাল লিগ্যাল আর্মস’। এম-১৬, একে-২২, ওয়েলথারের মতো হালকা এবং ভারি অস্ত্র নিয়ে শুটিং হচ্ছে। অবশ্য এজন্য স্থানীয় প্রশাসনের বিশেষ অনুমতি নেওয়া হয়েছে। প্রায় ৩ কেজি ওজনের এম-১৬ নিয়ে বেশ সাবলীলভাবেই অভিনয় করছেন কলাকুশলীরা।

‘সুপারহিরো’র শুটিং চলবে ফেব্রুয়ারিজুড়ে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সিন্ডি রোলিং প্রমুখ। প্রযোজনা করছে হার্টবিট প্রডাকশন।


মন্তব্য করুন