Select Page

এবার ‘আব্বাস ২’, যুক্ত হচ্ছেন তাসকিন

এবার ‘আব্বাস ২’, যুক্ত হচ্ছেন তাসকিন

রোববার রাতে বনানীর একটি রেস্তোরাঁয় সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস‘-এর সফলতা ঘিরে পুনর্মিলনীর আয়োজন করা হয়। সেখানেই সিনেমাটির সিকুয়েল তৈরির ঘোষণা দেন পরিচালক। খবরটি দিয়েছে প্রথম আলো।

সাইফ চন্দন বলেন, ‘চলচ্চিত্রের এই দুঃসময়ে আব্বাস ছবিটি কিছুটা হলেও দর্শককে হলমুখী করেছে। এটি চলচ্চিত্রের জন্য ইতিবাচক। ঢাকার চলচ্চিত্রে পুরান ঢাকার আব্বাস একটি নতুন চরিত্র। ছবিটিতে নিরবের লুক এবং গল্পটি দর্শকের ভালো লেগেছে। সেই উত্সাহ থেকেই আব্বাস ২ করতে চাইছি।’

সিকুয়েলে গল্পের পরির্বতন আসবে কি না জানতে চাইলে পরিচালক বলেন, গল্প পুরান ঢাকাকে ঘিরেই। আগের গল্পের ধারাবাহিকতায় নতুন গল্প আসবে। তবে চরিত্র ঠিক থাকবে। নিরবের ‘লুক’ও খানিকটা পাল্টে ফেলা হবে।

অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়, আব্বাস ২ সিনেমায় তাসকিন রহমানও অভিনয় করবেন।

তাসকিন  উপস্থিত ছিলেন সেখানে। তিনি বলেন, ‘আব্বাস ছবিটি আমি দেখেছি। ভালো লেগেছে। বেশ কয়েক দিন ধরে আব্বাস ২ ছবিতে অভিনয়ের জন্য সাইফ চন্দনের সঙ্গে কথা হচ্ছিল। আশা করছি ভালো একটা কাজ হবে।’

আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সিকুয়েলটির শুটিং শুরু হওয়ার কথা।


মন্তব্য করুন