Select Page

এবার ওমর সানীর চড় খেয়ে পিস্তল বের করলেন জায়েদ খান

এবার ওমর সানীর চড় খেয়ে পিস্তল বের করলেন জায়েদ খান

আবারও পিস্তল বের করে আলোচনায় জায়েদ খান। অন্তরালে থাকা জাতীয় পুরস্কার-জয়ী নায়িকা সাদিকা পারভীন পপি গত জানুয়ারিতে এক ভিডিও বার্তায় জানান, তাকে গুলি করার হুমকি দিয়েছিলেন শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। প্রকাশ্যেই এ ঘটনা ঘটে, কেউ প্রতিবাদও করেননি। এবার ওমর সানীর সঙ্গে একই ঘটনা ঘটলো, তবে এর আগে ‘আত্মঅহংকার’ নায়কের হাতে চড় খান জায়েদ।

প্রথম আলো এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনাকে মিথ্যা দাবি করেছেন জায়েদ খান।

নাম প্রকাশ না করার শর্তে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন চলচ্চিত্রশিল্পী সংবাদমাধ্যমটিকে বলেন, যত দূর জানি, মৌসুমীর সঙ্গে নাকি খারাপ আচরণ করেছেন জায়েদ খান। এ ঘটনায় জায়েদ খানের ওপর বিরক্ত ছিলেন ওমর সানী।

এ বিষয়ে ডিপজলের কাছে বিচারও দিয়েছিল বলে শুনেছেন তারা। ডিপজল বলেছিলেন, “থাক, বাদ দাও। মারামারি করার দরকার নাই। মৌসুমীকে আর কোনো ডিস্টার্ব করবে না জায়েদ। মৌসুমীর কাছেও যাবে না।”

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী আরও বলেন, “ওমর সানী ডিপজলের এমন সমাধান মেনে নিতে পারেননি। তাই জায়েদ খানকে কয়েক দিন ধরে খুঁজছিলেন। ধরেই নিয়েছিলেন, ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদকে পাওয়া যাবেই। অনুষ্ঠানে ওমর সানী ঢুকেই সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তখন ডিপজলসহ চলচ্চিত্রের কয়েকজন অভিনয়শিল্পী সোফায় বসা ছিলেন।”

চড় মারার সময় জায়েদকে উদ্দেশ করে ওমর সানী বলেন, “তোরে (জায়েদ) না নিষেধ করছি, আমার বউরে (মৌসুমী) ডিস্টার্ব করবি না। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।”

এ সময় জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, “গুলি করে দেব।” ওমর সানী পাল্টা জায়েদ খানকে বলেন, “গুলি তোর …(প্রকাশ অযোগ্য)। তুই আমারে চিনস, আমি ওমর সানী।”

জায়েদের পিস্তল বের করা দেখে ডিপজল উঠে দাঁড়িয়ে বলেন, “এই, আমার বিয়ের অনুষ্ঠান। এত বড় অনুষ্ঠান। এত মানুষ, এসব কী।” এরপর ওমর সানীকে ডেকে ডিপজল বলেন, “খাইয়া যাবা না?” সানী বলেন, “আমার মাথা গরম। আমি খাব না।” এরপর গাড়ি চালিয়ে বের হয়ে যান ওমর সানী। আধা ঘণ্টা পর জায়েদ খানও বের হয়ে যান।”

ঘটনার ব্যাপারে চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ডিপজল বলেন, “ওই একটু ধাক্কাধাক্কি হয়েছে দুজনের মধ্যে, এইটুকুই।”

আপনি তা মীমাংসা করে দিয়েছেন? কী কারণে এ ঘটনা ঘটেছে এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, “আমি এসব জানি না। এসবে আমার কিছু বলার ইচ্ছা নাই। বলতেও চাই না।”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রথম আলোকে জানান, পিস্তল বের করে ওমর সানীকে গুলি করার হুমকি দেওয়ার সময় চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।

তবে কালের কণ্ঠের কাছে চড় বা পিস্তল বের করার কথা অস্বীকার করেছেন জায়েদ। তিনি জানান, মৌসুমী নয় সংগঠন নিয়ে ওমর সানীর সঙ্গে তর্কাতর্কি হয়।

উল্লেখযোগ্য কোনো সিনেমায় অভিনয় না করা জায়েদ খানের ক্যারিয়ার প্রায় এক যুগের। মূলত ক্ষমতার দাপট ও শিল্পী সমিতির নির্বাচনের কারণে তিনি বেশি পরিচিত। সর্বশেষ নির্বাচনে জায়েদের সঙ্গে মৌসুমী ও ওমর সানীর জোট ছিল চোখের পড়ার মতো। এর আগে তারা বিপরীত প্যানেল থেকে নির্বাচন করেন।

সম্প্রতি ‘সোনার চর’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন সানী, মৌসুমী ও জায়েদ।  


মন্তব্য করুন