Select Page

এবার ‘জান্নাত ২’

এবার ‘জান্নাত ২’

মাহির আরেকটি ছবির সিক্যুয়েল নির্মাণ হতে যাচ্ছে। কোরবানির ঈদে মুক্তি পাওয়া মুস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবিটির সিক্যুয়েল ‘জান্নাত ২’-এর জন্য চলছে গল্প লেখার কাজও।

পরিচালক মানিক কালের কণ্ঠকে বলেন, “সাইমন-মাহিকে নিয়ে আমার পরিচালনায় ‘আনন্দ অশ্রু’ নামে আরেকটি ছবির কাজ চলছে এখন। সেটির দ্বিতীয় লট শুরু হবে সামনের মাস থেকে। ভাবছি দ্বিতীয় লট শেষ হলে শুরু করব ‘জান্নাত ২’। সাইমন ও মাহি দুজনই আমাকে খোলা শিডিউল দিতে চেয়েছেন। তাদের আন্তরিকতা আমাকে ‘জান্নাত ২’ নির্মাণে উৎসাহী করেছে।”

মাহিয়া মাহি বলেন, “ মুক্তির পর থেকে ‘জান্নাত’-এর জন্য অনেক প্রশংসা পেয়েছি। আমি খুব ভাগ্যবতী। এই অল্প দিনের ক্যারিয়ারে আমার অভিনীত তিনটি ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে। আশা করছি, আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘জান্নাত’ দর্শকদের মনোযোগ কাড়ে। সমসাময়িক জঙ্গি সমস্যা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

মাহি অভিনীত ‘পোড়ামন’ ও ‘অগ্নি’ ছবি দুটির সিক্যুয়েল হয়েছে আগেই। ‘অগ্নি ২’তে অভিনয় করলেও ‘পোড়ামন ২’তে ছিলেন না মাহি। তবে দুটি সিক্যুয়েলই পেয়েছে জনপ্রিয়তা।


মন্তব্য করুন