Select Page

এবার তারা ‘ধেৎতেরিকি’

এবার তারা ‘ধেৎতেরিকি’

shuvo-fariaআরিফিন শুভনুসরাত ফারিয়া জুটির ব্যস্ততা আপাতত শেষ হচ্ছে না। ‘প্রেমী ও প্রেমী’র শুটিং শেষ হতে না হতেই চুক্তিবদ্ধ হলেন নতুন সিনেমা ’ধেৎতেরিকি’তে। পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।

‘ধেৎতেরিকি’ প্রযোজনা করবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। শুটিং শুরু হবে ডিসেম্বরে।

নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে প্রথম আলোকে নিশ্চিত করেছেন শুভ ও ফারিয়া।

শুভ বলেন, ‘ছবিটিতে কাজের কথা চূড়ান্ত হয়েছে। ১০ ডিসেম্বর থেকে শিডিউলও নেওয়া হয়েছে আমার।’

অন্যদিকে সহশিল্পী প্র্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আগে থেকেই শুভ আমার ভালো বন্ধু। প্রেমী ও প্রেমী ছবিতে অনেক মজা করে কাজ করেছি। বোঝাপড়ার জায়গাটাও অনেক ভালো আমাদের।’

‘ধেৎতেরিকি’ রোমান্টিক কমেডি ধাঁচের বলে জানিয়েছেন পরিচালক।

তিনি বলেন, ‘ছবিতে নায়িকার চরিত্রের মধ্যে একটা বিশেষত্ব আছে, সে লাঠিখেলায় পারদর্শী।’ শুভ-ফারিয়া ছাড়াও ছবিতে অভিনয় করবেন রজতাভ দত্ত, অমিত হাসান, বিশ্বজিৎ সরকার, সুপ্রিয় দত্ত প্রমুখ।


মন্তব্য করুন