Select Page

এবার নিজের চরিত্রে ওমর সানী

এবার নিজের চরিত্রে ওমর সানী

ওমর সানী ‘সুপারস্টার’ কি-না এ নিয়ে খুব একটা আলোচনা হয়নি কখনো, তবে এবার তাকে ‘সুপারস্টার ওমর সানী’ চরিত্রে দেখা যাবে নতুন একটা সিনেমায়। শনিবার এ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। বুলবুল জিলানীর পরিচালনায় নির্মাণ পরিকল্পিত এ ছবিটির নাম ‘রৌদ্র ছায়া’।

এ প্রসঙ্গে বুলবুল জিলানী বলেন, আমরা একজন সুপারস্টার ওমর সানীকেই আমাদের সিনেমায় দেখাবো। সিনেমার শুরুটাই হবে তাকে দিয়ে। তার গল্প বলার শুরু দিয়েই ‘রৌদ্র ছায়া’ সিনেমার কাহিনী শুরু হবে। আমরা চেষ্টা করছি ওমর সানীকে তার হিরোইজম বজায় রেখে যতটা ভালোভাবে উপস্থাপন করা যায়।

আগামী সপ্তাহে বিএফডিসিতে এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন ওমর সানী। সিনেমাটিতে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, বুলবুল জিলানী আমার বন্ধু। তার বিশেষ অনুরোধেই এই সিনেমায় কাজ করা। জিলানী আমাকে একজন নায়ক হিসেবে এই সিনেমায় যে সম্মান দেখানোর চেষ্টা করবে, তার সেই চেষ্টাটাকে আমি সাধুবাদ জানাই। আমার বিশ্বাস সিনেমার শুরুটা দর্শকের কাছে অনেক চমকের হবে। এটা সত্য যে শুধু আমার বন্ধু বুলবুল জিলানীর কথা ভেবেই এই সিনেমায় আমি অভিনয় করতে যাচ্ছি। অনেক শুভ কামনা ‘রৌদ্র ছায়া’র পুরো ইউনিটের জন্য, আমার বন্ধু বুলবুল জিলানীর জন্য।

বুলবুল জিলানী বলেন, ওমর সানী আমার এই সিনেমায় কাজ করতে সম্মতি জানিয়েছে এটা আমার জন্য সত্যিই অনেক বড় পাওয়া। তার কাছে আমি কৃতজ্ঞ। ‘রৌদ্র ছায়া’ সিনেমার কাহিনী লিখেছেন সেলিনা চৌধুরী। প্রযোজনা করছে ডিভাইন এন্টারটেইনমেন্ট।

কিছুদিন আগেই ‘মধুর ক্যান্টিন’ নামের একটি সিনেমায় ‘মধু দা’র চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ওমর সানী।

সূত্র : মানবজমিন


মন্তব্য করুন