Select Page

এবার ‘রোহিঙ্গা’

এবার ‘রোহিঙ্গা’

diamondসিনেপর্দায় সমসাময়িক নানা বিষয় তুলে ধরার চেষ্টা করেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। সে ধারাবাহিকতায় তার এবারের ছবির নাম ‘রোহিঙ্গা’।

শুক্রবার প্রথম আলোকে ডায়মন্ড বলেন, ‘সারাবিশ্বের কাছে এখন সবচেয়ে আলোচিত একটা ইস্যু হচ্ছে রোহিঙ্গা। বিষয়টি আমাকে বেশ কিছুদিন ধরেই ভাবাচ্ছে। তাই পরবর্তী ছবির বিষয়বস্তু হিসেবে রোহিঙ্গা ইস্যুটিকেই বেছে নিয়েছি।’

কিছুদিন আগেই ‘বাষ্পস্নান’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এখন চলছে ছবিটির আবহ সঙ্গীতের কাজ।

‘বাষ্পস্নান’ এখনো শেষ হয়নি, অথচ তার আগেই নতুন ছবি নির্মাণের তোড়জোড় শুরু করে দিলেন মনে হচ্ছে? এমন প্রশ্নে ডায়মন্ড বলেন, ‘আসলে তেমন না ব্যাপারটা। আমি সব সময় কোনো ছবি নির্মাণের কাজ শেষ হলেই পরের ছবিটি নিয়ে ভাবা শুরু করি। বাষ্পস্নান-এর কাজ যেহেতু শেষ, তাই এই বিষয়টি ভেবেছি খুব দ্রুত।’

আগামী বছরের মার্চ-এপ্রিলে টেকনাফ ও কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় নতুন ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানান সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

‘রোহিঙ্গা’র চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। অভিনয়শিল্পীদের মধ্যে এখন পর্যন্ত শুধু কলকাতার সমদর্শীকে চূড়ান্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকি অভিনয়শিল্পী মাস খানেকের মধ্যেই ঠিক করা হবে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares