Select Page

এবার সাইমন

এবার সাইমন

symon-sadik

সোমবারের এক প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম, ঢালিউডের অটিস্টিক শিশুদের নিয়ে সিনেমা নির্মাণ বাড়ছে। ওইসব সিনেমায় অভিনয় করছেন জনপ্রিয় তারকা। এবার সে মিছিলে সামিল হলেন সাইমন সাদিক

‌অটিজম নিয়ে নির্মিতব্য সিনেমাটির নাম ‘প্রজাপতি মানুষ’। পরিচালনা করবেন পি এ কাজল। মুখ্য একটি চরিত্রে অভিনয় করবেন সাইমন।

সোমবার ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ‘পোড়ামন’খ্যাত এ নায়ক। তিনি প্রথম আলোকে বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার ছবি হবে এটি। কোনো কিছু না ভেবে পরিচালকের কাছ থেকে শুধু ছবির গল্প শুনেই কাজটি করতে রাজি হয়েছি। সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে—এ ধরনের ভালো কিছু কাজ করতে চাই।’

এদিকে নির্মাতা কাজল জানান, অটিস্টিক একজন শিশুকে নিয়ে ছবির গল্প হলেও ছবিতে নায়ক-নায়িকার প্রেমও থাকবে। নায়িকা হিসেবে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। আগামী জুনের মাঝামাঝিতে শুরু হবে সিনেমাটির দৃশ্যায়ন।

অটিজম নিয়ে নির্মিত সিনেমার মধ্যে মুক্তির মিছিলে আছে অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’। সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’র নির্মাণ প্রক্রিয়ার শেষ দিকে।  লাইনে আছে ‘বদ্ধ দরজা’। সিনেমাটির বড় চমক হলেন পূর্ণিমা। মাতৃত্বজনিত বিরতির পর নাজিম শাহরিয়ার জয়ের দ্বিতীয় সিনেমাটি দিয়ে কামব্যাক হবে জনপ্রিয় এ নায়িকার।


মন্তব্য করুন