Select Page

এমপি নির্বাচনে জিতলে সিনেমায় থাকছেন তো মাহিয়া মাহি?

এমপি নির্বাচনে জিতলে সিনেমায় থাকছেন তো মাহিয়া মাহি?

সম্প্রতি বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করেছেন। তার একটি আসন চাঁপাইনবাবগঞ্জ-২। এ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছেন মাহিয়া মাহি। নায়িকার প্রার্থী নিয়ে নানান মত থাকলেও প্রশ্ন উঠেছে, নির্বাচনে জিতলে সিনেমায় থাকছেন তো?

গত ২৯ ডিসেম্বর বিকেলে স্বামী রকিব সরকারকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ‌‘অগ্নি’ সিনেমার নায়িকা।

সেখানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক, আমার নির্বাচনী এলাকা অনেকাংশে পিছিয়ে আছে। সেই জায়গা থেকে তাদের সেবা নিশ্চিত করা। দুই, বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পরিমাণ উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন সম্পর্কে আমার এলাকার মানুষকে অবহিত করা। আমার এলাকায় প্রচার করব, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যেসব উন্নয়ন করেছেন।’

চাঁপাইনবাবগঞ্জ–২ আসনে উপনির্বাচন হবে আগামী ১ ফেব্রুয়ারি। মাহির আশা তিনি নূন্যতম ৫০ হাজার ভোটে জিতবেন। যদিও স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনায় বিরক্ত প্রকাশ করেছেন।

নির্বাচিত হলে আপনাকে অভিনয়ে পাওয়া যাবে কি না, এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘অভিনয় আবার মূল ভিত্তি তৈরি করে দিয়েছে। রাজনীতি মানুষের সেবা করা, মানুষের সেবাও করব। সিনেমাও করব।’

অবশ্য এও জানালেন, মনোনয়ন না পেলেও সেই আসনে যিনিই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবেন তার জন্যই কাজ করবেন মাহি।

এর আগে মাহিকে নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ওর (মাহি) পরিবার তো আওয়ামী লীগের পরিবার। তিনিও আওয়ামী লীগ করেন। ঠিক আছে ফরম সংগ্রহ করুক। তাহলে কি ওই অভিনেত্রী আওয়ামী লীগের দলীয় প্রার্থী হচ্ছেন? জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রার্থী হচ্ছেন কি না, বলতে পারব না। তাকে ফরম কেনার অধিকার দেওয়া হচ্ছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি; তার স্বামী রকিব সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপকমিটির সদস্য রকিব সরকার।

/প্রথম আলো


মন্তব্য করুন