Select Page

এ মাসের শেষ ছবি দুই পৃথিবী

এ মাসের শেষ ছবি দুই পৃথিবী

Shakib Khan Ahonaআগামী ২৯ মে মুক্তি পেতে যাচ্ছে এফ আই মানিক পরিচালিত বিগবাজেটের ছবি দুই পৃথিবী। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও অহনা। এখনো সেন্সর ছাড়পত্র না পেলেও ছবি মুক্তির প্রস্তুতি চলছে। 

এ সম্পর্কে পরিচালক এফ আই মানিক বলেন, ‘কিছুদিন আগে দুই পৃথিবী ছবির কাজ শেষ করলাম। আজকালের মধ্যে আমরা সেন্সরের ছাড়পত্র হাতে পাবো। ২৯ তারিখ আশা করছি শতাধিক হলে মুক্তি দেবো’।

চলতে বছরে  শাকিব -অপু জুটির প্রথম ছবি এটি। এছাড়া শাকিব খানের এই বছরের দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি হবে এটি। তাই ছবিটি নিয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তারকাবহুল এই ছবিটি বিগ বাজেট নিয়ে নির্মিত হয়েছে।

সন্ধানী কথাচিত্রের ব্যানারে ছবিটিতে আরো অভিনয় করেছেন আলমগীর, আবুল হায়াত, কাজী হায়াৎ, আলীরাজ, দিতি, ডলি জহুর, রাশেদা চৌধুরী, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা সানু, ইলিয়াস কোবরা প্রমুখ।


মন্তব্য করুন