Select Page

ঐশীর বিপরীতে ইয়াশ রোহানের ‘আদম’

ঐশীর বিপরীতে ইয়াশ রোহানের ‘আদম’

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরে সেরাদের তালিকায় স্থান করে নেওয়া বাংলাদেশের ঐশী ‘মিশন এক্সট্রিম’ ছবির মাধ্যমে ঢালিউডে পা রেখেছেন। আরিফিন শুভর বিপরীতে নির্মিতব্য ওই ছবির মাঝেই এই সুন্দরীর আরেকটি খবর পাওয়া গেল।

সম্প্রতি নতুন একটি ছবির প্রস্তাব পেলেন ঐশী, নাম ‘আদম’। এই ছবিতে ‘স্বপ্নজাল’খ্যাত ইয়াশ রোহানের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

এ বিষয়ে ঐশী জাগো নিউজকে বলেন, “আমি ‘আদম’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। ছবির পরিচালক আবু তৌহিদ হিরনের সঙ্গে এ নিয়ে মিটিংও হয়েছে। ছবিটির গল্প আমার ভালো লেগেছে। তবে চূড়ান্ত কিছু এখনই বলা যাচ্ছে না। আমি আপাতত ‘মিশন এক্সট্রিম’ শেষ করতে চাই। এরপর নতুন কোনো কাজে যোগ দেবো। এই ছবিটির জন্য অনেক পরিশ্রম করছি।”

নির্মাতা সূত্রে জানা গেছে, ঐশী এখনো চূড়ান্ত না হলেও ইয়াশ রোহানকে চুক্তিবদ্ধ করা হয়েছে। আপাতত অপেক্ষা নায়িকার। ঐশী টিমে যোগ দিলেই বাকি কাজ গুছিয়ে শুটিং শুরু করবেন হিরন।

এদিকে তিশার বিপরীতে ইয়াশের পরের সিনেমা ‘মায়াবতী’ রয়েছে মুক্তির অপেক্ষায়। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।


মন্তব্য করুন