Select Page

ওজন বাড়ানো-কমানোর মাঝেই আছেন শুভ

ওজন বাড়ানো-কমানোর মাঝেই আছেন শুভ

‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য ফিজিক্যাল ট্রান্সফরমেশনে গিয়ে অন্যরকম নজির গড়েছেন আরিফিন শুভ। ছবিটি মুক্তি না পেলেও ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে শরীর চর্চার ভিডিও প্রকাশ করে প্রশংসা পেয়েছেন।

সম্প্রতি শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’র শুটিং সেরে মুম্বাই থেকে দেশে ফিরলেন শুভ। ঘোষণা দিয়েছেন নতুন ছবি ‘নূর’-এর। কিন্তু দুই ছবিতে তার শারীরিক গড়ন একদম আলাদা। তাই অল্প সময়ের মাঝে ওজন বাড়ানো-কমোনার প্রক্রিয়ায় যেতে হচ্ছে এ নায়ককে।

প্রথম আলোকে তিনি বলেন, ঈদের পরপরই মে মাসে শুরু হবে রায়হান রাফি পরিচালিত ‘নূর’ ছবির শুটিং। আর সেপ্টেম্বরে দেশে হবে বঙ্গবন্ধুর বায়োপিকের বাকি অংশের শুটিং।

কীভাবে সময় কাটছে বাড়িতে? এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘জুম মিটিং করে, ফোনে আলাপ–আলোচনা করে, প্রি–প্রোডাকশনের কাজ আগাচ্ছি। বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য সাত কেজি ওজন বড়াতে হলো। এখন বাড়িতে থেকে আবার কমাচ্ছি। মুম্বাই থেকে ফেরার পর ইতিমধ্যে তিন কেজি কমিয়েছি। হাতে থাকা ২০ দিনে আরও চার কেজি কমাব। তারপর “নূর”–এর শুটিং করব। “নূর” শেষে আবার সাত কেজি বাড়িয়ে বঙ্গবন্ধুর বায়োপিকের বাকি অংশের শুটিং শেষ করব। আপাতত এটাই পরিকল্পনা। তবে টিকা নেওয়া নেই বলে ভয়ে ভয়ে আছি। আমার কিছু হলে, করোনা হয়ে গেলে ছবিগুলোর কী হবে?’

গত বছর ঈদুল ফিতরে মুক্তির কথা ছিল সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’-এর। করোনার তোপে এক বছর পিছিয়ে এসেও আবার থমকে গেছে মুক্তির প্রক্রিয়া।


মন্তব্য করুন