Select Page

ওমর/ শরিফুল রাজের সঙ্গী কলকাতার এ নায়িকা

ওমর/ শরিফুল রাজের সঙ্গী কলকাতার এ নায়িকা

ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। সিনেমার ঘোষণা থেকে নাম ভূমিকায় শরিফুল রাজকে প্রকাশ্যে আনা হলেও গোপন ছিল নায়িকার নাম। এবার ছবি প্রকাশ করে জানানো হলো সিনেমায় রাজের বিপরীতে থাকছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। যদিও দর্শনার উপস্থিতি নিয়ে বেশি কিছু বলতে রাজি নন নির্মাতা।

এ বিষয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “‘ওমর’ সিনেমার স্পেশাল একটি চরিত্রে দর্শনা বণিক আছেন। তবে চরিত্রটি নিয়ে বিস্তারিত এখনই প্রকাশ করতে চাই না। দর্শকের জন্য সেটা চমক হিসেবে থাকছে।”

এখন মুক্তির প্রস্তুতি অনেকটা সেরে ফেলেছেন জানিয়ে এ নির্মাতা বলেন, “সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ ঈদে সিনেমাটি দেখতে পাবে দর্শক। প্রচার শুরু করেছি। আজ নায়িকা প্রসঙ্গে জানালাম। গল্প বা চরিত্র নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাই না। কারণ ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পাবে। সবাই যার যার সিনেমা নিয়ে আশাবাদী।

“সিনেমা নির্মাণ করেছি দর্শকের জন্য। মানুষের মধ্যে আগ্রহ থাকুক। দর্শক হলে গিয়েই সব মূল্যায়ন করুক তাই চাই।”

ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও পরিচিত মুখ দর্শনা বণিক। এর আগে ‘অন্তরাত্মা’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে বাংলাদেশের দুটো সিনেমায় তিনি অভিনয় করেছেন। এর মধ্যে শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

দর্শনা, শরিফুল রাজ ও নাসিরউদ্দিন খান ছাড়াও ‘ওমর’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর প্রমুখ। খবর বিডি নিউজ টোয়েন্টিফোর


মন্তব্য করুন