Select Page

নৃত্যের তালে সালমান শাহ ও জাফর ইকবালকে স্মরণ

নৃত্যের তালে সালমান শাহ ও জাফর ইকবালকে স্মরণ

3_80823জাফর ইকবালসালমান শাহ— জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেয়া দুই তারকা। ইউনিক স্টাইলের কারণে তাদের সিনেমায় ব্যবহৃত গান প্রাণবন্ত হয়ে উঠত। এবার প্রয়াত এই নায়কের জনপ্রিয় কয়েকটি গান নেচেছেন এই সময়ের অভিনেতা-অভিনেত্রীরা।

ঈদের দিন ও পরদিন সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানটি দেখানো হবে একুশে টিভিতে।

Jafar-Iqbalপ্রযোজক ইসরাফিল শাহীন জানান, ঈদের ছয় দিনই এই নৃত্যানুষ্ঠান দেখানো হবে। ঈদের দিন দেখানো হবে সালমান অভিনীত গানের সঙ্গে নাচ। দ্বিতীয় দিন একই সময়ে থাকবে নায়ক জাফর ইকবাল অভিনীত ছবির চারটি গানের সঙ্গে এই সময়ের তারকাদের নাচ। এভাবে তৃতীয় দিনে থাকবে ধ্রুপদি নাচ, চতুর্থ দিন ফিউশন, পঞ্চম দিন নজরুলসংগীতের সঙ্গে এবং ষষ্ঠ দিন রবীন্দ্রসংগীতের সঙ্গে নাচ। এই পর্বগুলোতে নাচ করেছেন এই প্রজন্মের একঝাঁক নৃত্যশিল্পী।

ঈদের দিন ‘সালমান শুধুই সালমান’ নামের নৃত্যানুষ্ঠানে ‘এখানে দুজনে নির্জনে’ গানের সঙ্গে নেচেছেন সোহান ও রথি, ‘এই দিন সেই দিন কোনো দিন’ গানের সঙ্গে নীরব ও মেহজাবিন, ‘এখন তো সময় ভালোবাসার’ গানের সঙ্গে সোহাগ ও তমা মির্জা এবং ‘ও আমার বন্ধু গো’ গানের সঙ্গে নেচেছেন জায়েদ খান ও পিয়া বিপাশা।

অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার।


মন্তব্য করুন