Select Page

‘অগ্নি ২’তে আরিফিন শুভ

‘অগ্নি ২’তে আরিফিন শুভ

agnee1অগ্নি ২’ সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম। এটার সবার জানা। তাহলে আরিফিন শুভর কথা আসছে কেন? কারণ হলো অগ্নির ধারাবাহিকতা রক্ষা করতে গেলে শুভকে প্রয়োজন। আর তাই সিক্যুয়ালেও থাকছেন শুভ। 

এই খবর জানিয়েছেন খবর ঢালিউড২৪। বিষয়টি এতদিন প্রকাশ করেননি পরিচালক ইফতেখার চৌধুরী। সোমবার সিনেমাটির প্রচারণা অনুষ্ঠানে এফডিসিতে এ কথা জানান। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন মাহি, ওম, প্রযোজক আব্দুল আজিজসহ অনেকে।

শুভ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার খুনের প্রতিশোধ নেয় মাহি। ফ্ল্যাশব্যাকে তার খুনের দৃশ্য দেখানো হয়, যা কিনা আগেই শুটিং করে রাখা ছিল।’

সিনেমাটির সর্বশেষ ট্রেলারেও একবছর আগের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখা যায়। সেখানেই রয়েছে শুভ অভিনীত দৃশ্যের একটি অংশ।

bino1_310906289

এই অনুষ্ঠানে ‌’অগ্নি ৩’ নির্মাণের আভাস দেন প্রযোজক আজিজ।

সিক্যুয়ালে পরিচালনায় আরো আছেন কলকাতার হিমাংশু। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ‘অগ্নি ২’ যৌথভাবে প্রযোজনা করেছে ইন্ডিয়ার এসকে মুভিজ। বাংলাদেশে ঈদুল ফিতরে মুক্তি পেলেও ইন্ডিয়া ও অন্যান্য দেশে মুক্তি পাবে ১৪ আগস্ট।

 


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares