Select Page

‘ওরা ১১ জন’ কলাকুশলীর সংবর্ধনা, থাকছেন শাবানাও

‘ওরা ১১ জন’ কলাকুশলীর সংবর্ধনা, থাকছেন শাবানাও

‘ওরা ১১ জন’ ছবির শিল্পী-কলাকুশলীদের সংবর্ধনা দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। বৃহস্পতিবার দুপুরে বিএফডিসির (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা) জহির রায়হান ভিআইপি প্রোজেকশন মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হবে। এরপর প্রদর্শিত হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’।

মঙ্গলবার দুপুরে বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিগত দিন ও আগামী দিনে চলচ্চিত্রের উন্নয়নে সমিতির নানা কার্যক্রম নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এর সদস্যরা। সেখানেই ‘ওরা ১১ জন’ ছবির শিল্পীদের সংবর্ধনার বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির সভাপতি বলেন, এই ছবির নায়িকা শাবানা গত সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। তারও অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা আছে।

এবারের সফরে মাস খানেক ঢাকায় থাকার কথা রয়েছে শাবানার। সব ঠিক থাকলে দীর্ঘদিন পর এবার তিনি যাবেন বিএফডিসিতেও।

অন্যদিকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-এ আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী রহমান ও শাবানা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও শাবানা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


মন্তব্য করুন