
‘ওয়ান মিলিয়ন ডলার’

শুটিং শুরু হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। কালের কন্ঠকে অমৃতা জানিয়েছেন, ছবিটি রোমান্টিক-থ্রিলার। তিনি বলেন, ‘ছবির গল্প আমার খুব ভালো লেগেছে। এর আগে কোনো থ্রিলার ছবিতে অভিনয় করিনি। তাই এ ছবি নিয়ে আমার আগ্রহটাও বেশি। আশা করছি, অভিনয় দিয়ে পরিচালকের প্রত্যাশা পূরণ করতে পারব।’
‘ওয়ান মিলিয়ন ডলার’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান। এ ছাড়া রয়েছেন সাজ্জাদ খান।