Select Page

কক্সবাজারে ‘রক্ত’

কক্সবাজারে ‘রক্ত’

rokto-pori-moni

কয়েক দফায় কলকাতায় শুটিং শেষে বর্তমানে কক্সবাজারে চলছে ‘রক্ত’র দৃশ্যধারণ। পরী মনিরোশানকে নির্দেশনা নিচ্ছেন ওয়াজেদ আলী সুমন

পরী মনি মানবজমিনকে বলেন, ‘অ্যাকশন এক মেয়ের রূপে দর্শকরা এ ছবিতে আমাকে দেখতে পাবেন। লড়াই ও প্রতিশোধের দৃশ্যে আমাকে বেশি দেখতে পাবেন দর্শকরা। কলকাতার কাজ শেষে কক্সবাজারে এ ছবির শুটিং চলছে। আরো ছয়দিন থাকতে হবে। দিন-রাত এ ছবির জন্য পরিশ্রম করেছি।’

রোশান বলেন, ‘ছবিতে আমি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছি। কক্সবাজারের ইনানী বিচসহ পাহাড়ের বিভিন্ন লোকেশনে চলছে এই কাজ। এই ছবিতে কাজ করতে গিয়ে পদে পদে নতুন অভিজ্ঞতা হচ্ছে। আমার জন্য এই ছবিটি অগ্নিপরীক্ষা।’

‘রক্ত’-এ আরো অভিনয় করছেন আশিষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রজতাভ দত্ত, অমিত হাসান প্রমুখ। আগামী ঈদুল আজহায় রেকর্ডসংখ্যক প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তির কথা রয়েছে।


মন্তব্য করুন