Select Page

কতটা আগ্রহ তৈরি করলো ‘দিন দ্য ডে’ ট্রেলার?

কতটা আগ্রহ তৈরি করলো ‘দিন দ্য ডে’ ট্রেলার?

এর আগে দুর্বল ভিএফএক্স ও অন্যান্য কিছু কারণে দর্শক সমালোচনা ও হাস্যরসের শিকার হয় ট্রেলার। তখন অনন্ত বলেছিলেন, চূড়ান্ত ট্রেলারটি প্রকাশ হলে এ সব সমালোচনা হবে না। আসলেই তাই?

অনন্ত জলিল-বর্ষার সিনেমা ‘দিন দ্য ডে’র ট্রেলার প্রকাশ পেয়েছে। রবিবার (১৯ জুন) রাত পৌনে ৮টার দিকে অনলাইনে প্রচার ভিডিওটি প্রকাশ করা হয়।

৩ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেলারের পরতে পরতে অ্যাকশনে ভরপুর। এতে দেখা যায়, আন্তর্জাতিক এক সন্ত্রাসী গ্রুপকে ধরতে ভয়ংকর এক অপারেশনে নেতৃত্ব দেন অনন্ত জলিল। অনুমান করা যায়, এই গ্রুপ মানব পাচার ও মাদক ব্যবসায় জড়িত।

এই অপারেশনের জন্য অনন্তকে বাছাই করতে দেখা যায় পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করা মিশা সওদাগরকে।

সিনেমায় অনন্তের চরিত্রের নাম এজে। ট্রেইলারে দেখা যায় তার সঙ্গে অপারেশনে অংশ নেন পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করা বর্ষাকে।

এই ছবির পরিচালনায় যুক্ত ছিলেন ইরানি পরিচালক মুর্তাজা ওতাশ জমজম এবং ইলকার ক্যান কারাগালের মতো বিখ্যাত কলাকুশলীরা।

অনন্ত দাবি করে আসছেন, এ ছবির বাজেট ১০০ কোটি টাকা। এ ছাড়া হলিউডের টম ক্রুজের সমমানের ছবি বলেও হাস্যরস তৈরি করেছেন ইতোমধ্যে।

আসন্ন ঈদুল-আযহায় এটি সিনেমা হলে মুক্তি পাবে।


মন্তব্য করুন