Select Page

কথা বলবেন না শাকিব খান!

কথা বলবেন না শাকিব খান!

actor-sakib-khan

নতুন একটি চলচ্চিত্রের বড় অংশজুড়ে নির্বাক অবস্থায় দেখা যাবে শাকিব খানকে। এমন ভূমিকায় তিনি আগে অভিনয় করেননি। সফল নির্মাতা বদিউল আলম খোকন চলচ্চিত্রটি পরিচালনা করবেন।

এ প্রসঙ্গে খোকন সংবাদমাধ্যমকে বলেন, ‌‘ছবির বিরতির আগ পর্যন্ত শাকিব খানের অ্যাকশন থেকে সবকিছুই দর্শক দেখতে পাবেন। তবে এক মুহূর্তের জন্য দর্শক তার মুখ থেকে কোন কথা শুনতে পারবেন না। বিরতির পর দর্শক জানতে পারবেন তার সত্যিকারের পরিচয়।’

তিনি আরও বললেন, ‘অনেকদিন ধরেই দর্শকদের জন্য একটি চমক নিয়ে আসতে চাচ্ছিলাম। এই ছবিটি দর্শক শাকিব খানকে সেই চমক হিসেবেই।’

চিত্রনাট্যের কাজ শেষ হলে ১৬ মে থেকে শুরু হবে চলচ্চিত্রটির শুটিং।


মন্তব্য করুন