Select Page

কথা রাখলেন মাহি

কথা রাখলেন মাহি

mahia-mahi_52244

জনপ্রিয় নায়িকা মাহি মাসখানেক আগে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সিনেমা ছাড়ার ঘোষণা দেন। এরপর তাকে পাওয়াই যাচ্ছিল না। ঘোষণায় জানিয়েছিলেন ‘অগ্নি ২’ হবে তার শেষ ছবি। সে মোতাবেক অগ্নি টিমের সঙ্গে যোগ দিলেন মাহি।

এ ছাড়া নতুন এক স্ট্যাটাসে জানালেন, তিনি চলচ্চিত্র ছাড়ছেন না।

প্রথম থেকেই কেউ কেউ বলছিলেন, এটা মাহির স্ট্যান্টবাজি। সবমিলিয়ে মাহি নিজের ঘোষণার অর্ধেক রাখলেন। আর সত্য হলো সিনেমা না ছাড়ার অনুমানটি। দুইপক্ষের কথাই রাখলেন মাহি।

বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘খুব কষ্ট আর অভিমান থেকে ছেড়ে দেওয়ার স্ট্যাটাসটা দিয়েছিলাম। কিন্তু সিনেমা আমার স্বপ্ন, একে ছেড়ে কোথায় যাব? সম্ভব না।’

তিনি বর্তমানে ভারতে আছেন এবং সেখানে অগ্নি-২ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মাহি। এর পরপরই এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান ‘অগ্নি-২’ তার শেষ ছবি। সিনেমার কারণে থেমে থাকা পড়াশুনাটা আবার শুরু করবেন। এরজন্য যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তি হবেন বলে জানিয়েছিলেন।


মন্তব্য করুন