Select Page

কবর : চম্পা যখন শিমুল খানের স্ত্রী, নওশাবার পুত্রবধূ

কবর : চম্পা যখন শিমুল খানের স্ত্রী, নওশাবার পুত্রবধূ

‘এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’। এ লাইন কটি শুনেননি পড়াশোনা জানা এমন লোক বাংলাদেশে কমই আছেন। সেই আবেগমাখা কবিতা ‘কবর’ অবলম্বনে একই নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন রাশিদ পলাশ।

মানিকগঞ্জ ও পুবাইলের বিভিন্ন লোকেশনে ৭-৯ আগস্ট ১৫ মিনিট দৈর্ঘ্যের ‘কবর’-এর শুটিং হয়েছে। বাকি আছে একদিনের শুটিং।

স্বল্পদৈর্ঘ্যটি প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘এই কবিতাটি আমাদের হৃদয়ে গেঁথে আছে আজো। এখনো এটা প্রসঙ্গিক। আমি চেষ্টা করেছি চলচ্চিত্রে কবিতার চরিত্রগুলো ফুটিয়ে তুলতে।’

পূণ্য ফিল্মস প্রযোজিত ‘কবর’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, গুলশান আরা চম্পা, কাজী নওশাবা আহমেদ, শিমুল খান, মাহি বি, সাদিয়া রায়হান মৃনাল ও সুমি।

এতে প্রধান চরিত্র ‘দাদি’ হিসেবে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। মজার বিষয় হচ্ছে, ছবিতে তার পুত্রবধূ হিসেবে হাজির হচ্ছেন অভিনেত্রী চম্পা। দাদার চরিত্রে তারিক আনাম খান ও তার ছেলের ভূমিকায় আছেন শিমুল খান।

ঈদুল আজহার পর ‘কবর’-এর উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হবে। ইউটিউবেও মুক্তি পাবে। স্বল্পদৈর্ঘ্যটি প্রযোজনা করছে পূণ্য ফিল্মস।


মন্তব্য করুন