Select Page

কবে মুক্তি পাচ্ছে ‘ডুব’?

কবে মুক্তি পাচ্ছে ‘ডুব’?

doob

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ দর্শক আগ্রহের শেষ নেই। তার গল্প বলার আলাদা ঢঙের সঙ্গে এবার যুক্ত হয়েছেন বলিউডের ইরফান খান-সহ প্রিয় কিছু মুখ।

শনিবার এক ফেসবুকে স্ট্যাটাসে ফারুকী লেখেন— ‌‘এই শীতে আমরা রোদ পোহাবো এক আবেগী গল্পে। খুব চেনা গল্প, চেনা আগুন, চেনা উত্তাপ।’ তবে কি বছর শেষে বা নতুন বছরের শুরুতে মুক্তি পাচ্ছে ‘ডুব’? তবে তা খোলাসা করেন বলেননি তিনি।

সে স্ট্যাটাসে ফারুকী বলেন, ‘আমি সাধারণত কাজের সময় কম আপডেট দিতে পছন্দ করি। কারণ এতে উত্তেজনা তৈরি হয়। উত্তেজনা ধ্যানের জন্য ক্ষতিকর। যে কারণে আমার শুটিংয়ের বা নির্মানকালীন সময়ের কোনো আপডেট পাওয়া যায় না, কোনো শুটিং স্টিল পাওয়া যায় না।

কিন্ত কখনো কখনো ভেতরে এক ধরনের উত্তেজনা তৈরি হয় যেটা চাপা দেয়া এই মানব সন্তানের পক্ষে সম্ভব হইলো না।

হ্যাঁ, ডুবের পোস্ট প্রোডাকশন পুরাদমে চলছে। আজকে মুম্বাইতে চলছে ব্যাকগ্রাউন্ড স্কোর লাইভ রেকর্ডিংয়ের কাজ। যন্ত্রীরা তাদের সব আবেগ ঢেলে রিহার্সাল করছেন।

এই শীতে আমরা রোদ পোহাবো এক আবেগী গল্পে। খুব চেনা গল্প, চেনা আগুন, চেনা উত্তাপ। অনেক দিন, অনেক বছর আমাদের সিনেমায় পরিবারের গল্প দেখি না, খাটের ভাঙা পায়ার মতো আলগোছে ভেঙে যাওয়া মনের গল্প দেখি না। দেখা যাক, সামনের শীতে এইরকম গল্প পোহানো যায় কিনা।

আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম জীবন।’

এদিকে সম্প্রতি ফারুকী জানিয়েছেন, গুলশান হামলা নিয়ে ২০১৭ সালের শুরুতে ‘হলি বেকারি’ নামের সিনেমার প্রস্তুতি শুরু করবেন।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares