Select Page

কবে শুরু ‘বেসিক আলী’?

কবে শুরু ‘বেসিক আলী’?

শাহরিয়ারের জনপ্রিয় কমিক সিরিজ ‘বেসিক আলী’ অবলম্বনে নির্মিত সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। এ কথা সবার জানা। কিন্তু কবে হচ্ছে সিনেমাটির শুটিং?

এবার শুভই জানালেন সে খবর। তিনি বললেন, ডিসেম্বরে শুরু হচ্ছে ‘বেসিক আলী’র দৃশ্যায়ন।

চরিত্রটির স্রষ্টা শাহরিয়ার নিজে ছবিটি পরিচালনা করেছিলেন। ছবিটি প্রযোজনা করছে কানাডিয়ান প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো।  কয়েক মাস আগে ঘোষণা আসলেও এখনো জানা যায়নি অন্য চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন।

এ সিনেমার অন্য চরিত্রগুলো হলো বেসিকের প্রেমিকা রিয়া, ছোট ভাই ম্যাজিক আলী, ছোট বোন নেচার আলী, বন্ধু হিল্লোল, মা মলি ও বাবা তালিব আলী।

২০১৮ সালের ১২ এপ্রিল প্রথম কিস্তি মুক্তি পাবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের ৫০টি হলসহ বাংলাদেশ জুড়ে।

জনপ্রিয় কার্টুন সিরিজ বেসিক আলী অবলম্বনে এর আগে ওয়েব সিরিজ নির্মিত হয়েছিল। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares