Select Page

কম সময়ে বড় বাজেটের ছবি!

কম সময়ে বড় বাজেটের ছবি!

ami-tomar-hote-chai-bappy-mim

আমি তোমার হতে চাই’কে নিজের পরিচালনায় কম সময়ে নির্মিত বড় বাজেটের ছবি হিসেবে উল্লেখ করলেন অনন্য মামুন। সোমবার হতে যাচ্ছে রোমান্টিক-অ্যাকশনধর্মী সিনেমাটির শেষদিনের দৃশ্যায়ন।

অনন্য মামুন ফেসবুকে বলেন, “সবকিছু ঠিক থাকলে লাইভ টেকনলজিসের ‘আমি তোমার হতে চাই’ সিনেমার শেষদিনের শুটিং আজ। আমার জীবনে সব চাইতে কম সময়ে বড় বাজেটের সিনেমা এটি।”

‘আমি তোমার হতে চাই’তে দেখা যাবে— একজন গ্যাংস্টার শখের বসে ইউটিউবে নিজের কণ্ঠ দেওয়া একটি গান আপলোড করেন। ঘটনাক্রমে সেই গানটি বেশ জনপ্রিয়তা পায়। ফলে সেই ছেলেটি গ্যাংস্টার থেকে বনে যায় গায়ক। সব মিলিয়ে একজন গ্যাংস্টারের অন্ধকার জীবন থেকে সাধারণ জীবনে ফিরে আসার গল্প দেখা যাবে ছবিতে।

সিনেমাটিতে বাপ্পীর সাথে তৃতীয়বারের মতো জুটি বেঁধেছেন মিম। আরো অভিনয় করছেন দিপালী আক্তার তানিয়া, জন, মিশা সওদাগর, মনিরা মিঠু প্রমুখ।


মন্তব্য করুন