Select Page

কলকাতায় সিনেমায় পরীমনি, বিপরীতে সোহম

এর আগে যৌথ প্রযোজনায় রক্ত ও স্বপ্নজাল সিনেমা অভিনয় করেছিলেন পরীমণি। ছবি দুটো প্রযোজনার বেশির ভাগ অংশ নিয়ন্ত্রিত হয়েছিল ঢাকা থেকে। এবার পুরোপুরি কলকাতার প্রযোজনার সিনেমার অংশ হতে যাচ্ছেন এ নায়িকা।

‘ফেলুবকশি’ নামে একটি ছবিতে দেখা যাবে তাকে। বিপরীতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। পরিচালনা করবেন দেবরাজ সিনহা।

থ্রিলার গল্পের এই ছবিটির শুটিং ২৬ মার্চ থেকে কলকাতার লোকেশনে শুরুর কথা রয়েছে। ছবিতে পরীমনির চরিত্রের নাম লাবণ্য, রহস্যময় এক চরিত্র এটি।

এ প্রসঙ্গে পরী বলেন, ‘ফেলুবকশি নামে কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। চলতি মাসেই শুটিং শুরু হচ্ছে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার ছবি।’

কলকাতার ছবিতে অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়।

শুটিংয়ের আগে-পরে কাজের দারুণ জার্নিও হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। যা হোক, গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই, এর পর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। মনে হয়েছে, এটি দিয়ে শুরু করা যায়।’

‘ফেলুবকশি’ ছবির গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না পরীমনি। পরীমনি জানান, ছবির কাজে আগামী সপ্তাহে কলকাতায় যাচ্ছেন তিনি। শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন। এর ফাঁকে কলকাতায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংও করবেন তিনি।


মন্তব্য করুন