Select Page

কলকাতার গল্প ও অভিনেতাদের নিয়ে শাকিবের ‘কবি’

কলকাতার গল্প ও অভিনেতাদের নিয়ে শাকিবের ‘কবি’

হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় ‘কবি’তে অভিনয় করছেন শাকিব খান। সেই ছবিতে থাকছে কলকাতার গল্প ও অভিনয়শিল্পীদের সম্পৃক্তি। প্রথম আলোকে এই খবর ছবির নায়ক ও প্রযোজক শাকিব জানালেন।

তিনি বলেন, ‘এই ছবির গল্পে দেখা যাবে বাংলাদেশ থেকে একটি মেয়ে কলকাতায় যাবে। গল্প কলকাতা শহরকে ঘিরেই। গল্পের প্রয়োজনে একজন মিষ্টি চেহারার মেয়ে দরকার। অবশ্যই মেয়েটি বাংলাদেশি হতে হবে। এখনো পাইনি। খোঁজ চলছে।’

আরও বলেন, ‘কবি’ ছবিতে কলকাতার সব্যসাচী, প্রিয় চট্টোপাধ্যায়, খরাজ মুখার্জির কাজ করার কথা আছে। পুরো শুটিং হবে কলকাতায়।’

এর আগে কল্লোলের পরিচালনায় ‘সত্তা’য় অভিনয় করেন শাকিব। বিপরীতে ছিলেন কলকাতার নায়িকা পাওলি দাম।

নতুন ছবি সম্পর্কে বলেন, ‘এটি একটি ভিন্ন ধরনের ছবি হবে। বলা যায় ক্ল্যাসিক ছবি এটি। প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই ছবি পরিচালনা করবেন হাসিবুর রেজা। তাঁর আগের ছবি ‘সত্তা’র মতোই একটি শক্তিশালী টিম থাকবে এই ছবিতে। সেভাবেই পরিচালক এগোচ্ছেন। ছবির গানগুলোও ‘সত্তা’ ছবির মতোই আলোচিত হবে আশা করছি।’

চলতি বছরের পরিকল্পনা নিয়ে বলেন, ‘অন্য প্রযোজকের ছবি তো থাকবেই, পাশাপাশি নিজের প্রযোজনা থেকে তিন-চারটি ছবির কাজ হবে। ‘কবি’ ও ‘প্রিয়তমা’ নামে দুটি ছবির নাম ঠিক হয়েছে। আরেকটি ছবি করবেন মালেক আফসারি। নাম এখনো ঠিক করিনি। এই বছরটা একটি সঠিক সময় ধরে কাজ করব। একটি ছবির কাজ শেষ হবে, টিম থেকে ওই ছবির পোস্টের কাজ চলবে। পরের ছবিতে আমি কাজ শুরু করে দেব। এভাবেই কাজ হবে।’

এর আগে শোনা গিয়েছিল হিমেল আশরাফের ‘প্রিয়তমা’য় নায়িকা হচ্ছেন শবনম বুবলি। তবে শাকিব জানান, নতুন নায়িকা খুঁজছেন।

মূলত জাজ মাল্টিমিডিয়ায় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারি’র মাধ্যমে শাকিবের সঙ্গে কলকাতার শক্ত যোগাযোগ। এরপর থেকে তার অভিনীত দেশি সিনেমায়ও যুক্ত থাকেন কলকাতার কারিগরি টিম।


মন্তব্য করুন