Select Page

কলকাতার ষড়ঋপুতে সাবা

কলকাতার ষড়ঋপুতে সাবা

Sabaসোহানা সাবা অভিনয় করেছেন মোট পাঁচটি ছবিতে। সংখ্যায় কম হলেও প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য প্রসংশিত এবং পুরষ্কৃত হয়েছেন সাবা। দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন সাবা, অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার ছবিতে।

অয়ন চক্রবর্তীর পরিচালনায় ছবিটির নাম ‘ষড়ঋপু’। রোমান্টিক থ্রিলার এই ছবিতে সাবার সঙ্গে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী ও রজতাভ দত্ত। এছাড়াও রুদ্রনীল ঘোষ, রায়েশ শর্মা, সুদীপ্তা চক্রবর্তী ও কনিনিকা বন্দ্যোপাধ্যায় অভিনয় করবেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

ছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি বাংলামেইলকে বলেন, ‘এটাই আমার প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র। স্বভাবতই আমি খুশি। পরিচালকের এটাই প্রথম ফিচার ফিল্ম হলেও তার কাজ সম্পর্কে আশাবাদী আমি। আমার সঙ্গে অনেক নামকরা অভিনয়শিল্পী কাজ করছেন।’

রোমান্টিক থ্রিলারধর্মী এই চলিচ্চত্রটি মূলত নারী প্রধান, এখানে রাকা চরিত্রে অভিনয় করবেন সাবা। আগামী ২ মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।


মন্তব্য করুন