Select Page

কলকাতায় ভাই, ঢাকায় দুলাভাই

কলকাতায় ভাই, ঢাকায় দুলাভাই

ferdous-jeet

ফেরদৌস ও জিতকে দেখা যাবে যৌথ প্রযোজনার সিনেমা ‘বাদশা’তে। রোববার হোতাপাড়ায় ফেরদৌসের অংশের শুটিং শুরু হয়েছে। এর আগে কলকাতার ‘ফাইটার’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেন এই দুই তারকা। ওই সিনেমায় ফেরদৌসকে দেখা যায় জিতের বড় ভাই চরিত্রে। ‘বাদশা’য় জিতের বড় বোনের চরিত্রে থাকছেন সুষমা। তার বিপরীতে আছেন ফেরদৌস।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘এর আগে এসকে মুভিজের একাধিক ছবিতে অভিনয় করেছি। এই প্রতিষ্ঠানের কর্ণধার অশোক ধানুকার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তিনিই কাজটি করার জন্য খুব করে বললেন, রাজি হয়ে গেলাম।’

‘বাদশা’ ছবিতে কোটি টাকা খরচ করে জিতকে নেওয়া হয়েছে। আপনি তো দুই বাংলায় জনপ্রিয় একজন শিল্পী। এই ছবিতে কি আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে?- জানতে চাইলে ফেরদৌস এনটিভিকে বলেন, ‘বিষয়টি মাথায় রেখেই আমি কাজটি করছি। আমার চরিত্রটা গুরুত্বপূর্ণ এবং বিষয়টিতে আলাদা নজর রাখব। বিষয়টি এমন নয় যে জিতের সঙ্গে আমি এই প্রথম কাজ করছি। কলকাতায় যখন তার সঙ্গে কাজ করেছি তখনো কোনো ছাড় দিয়ে কাজ করিনি। বাংলাদেশের ছবিতে ছাড় দেওয়ারও কোনো কারণ নেই।’

‘বাদশা’ পরিচালনা করছেন কলকাতার পরিচালক বাবা যাদব। আর বাংলাদেশ থেকে পরিচালনায় থাকবেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। নায়িকা হিসেবে আছেন নুসরাত ফারিয়া


মন্তব্য করুন