Select Page

কলকাতায় সিমলার অভিষেক

কলকাতায় সিমলার অভিষেক

image_1403_387569প্রথম ছবি ‘ম্যাডাম ফুলি’তেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সুঅভিনেত্রী সিমলা। তাঁর অভিনয় দেশীয় দর্শকের মন কেড়েছে অনেক আগেই। এবার ভারতবাসী দেখবে তাঁর অভিনয়।

দীপংকর সান্যালের পরিচালনায় ‘সমাধি’ ছবিতে দেখা যাবে সিমলাকে। তাঁর বিপরীতে রয়েছেন বলিউডের তারকা অভিনেতা গোবিন্দ।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানান সিমলা।

তিনি বলেন, ‘এ ছবিতে অভিনয়ের মাধ্যমে আমার বড় একটা স্বপ্ন পূরণ হলো। অনেক আগে থেকেই স্বপ্ন দেখতাম দেশের গণ্ডি পেরোবো। এবার সেটা পেরেছি। এরই মধ্যে ছবির ট্রেইলার, গান কলকাতার চ্যানেলগুলোতে প্রচারিত হচ্ছে। আর এতেই যে পরিমাণ সাড়া পাচ্ছি তাতে মনে হয় আমি সফল। বাকিটা ছবি মুক্তির পর বুঝতে পারব।’

ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের নায়ক ফেরদৌস


মন্তব্য করুন