Select Page

কাজল-কথা

কাজল-কথা

কাজলের মধ্যে বাঙালি মেয়ের ন্যাচারাল সৌন্দর্যটাই আছে। খুব কম কাজ করলেও ছবি নির্বাচনে রুচিশীল ছিল …

– লবণ? – হুম, লবণ – নাম কি? – মধুমতি – তফাতটা কি?

ছোটবেলায় পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির ফাঁকে দেখা ‘মধুমতি আয়োডিন লবণ’-এর বিজ্ঞাপনে প্রশ্নকর্তা মেয়েটি ছিল নায়িকা কাজল।

চমৎকার অভিনেত্রী। খুব মিষ্টি দেখতে। কাজলের মধ্যে বাঙালি মেয়ের ন্যাচারাল সৌন্দর্যটাই আছে। খুব কম কাজ করলেও ছবি নির্বাচনে রুচিশীল ছিল।

একুশে টিভি-র জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান ‘চিত্রগীতি’-র নিয়মিত উপস্থাপিকা ছিল কাজল। ভালো উপস্থাপনাও করত।

`সন্তান যখন শত্রু’ ছবিতে বাপ্পারাজের সাথে কাজলের বিয়ে হয়। কাজল বাসর ঘরে অপেক্ষা করছে। বাপ্পারাজ ঘরে ঢুকতেই কাজল স্বামীকে সালাম করে। তখন বাপ্পারাজ কাজলের মাথায় হাত রেখে বলে `ভালো থেকো, স্বামী সন্তান নিয়ে সুখে থেকো’..😃..মজার সিকোয়েন্স। আর একটা মজার সিকোয়েন্সে ছোটভাই ফেরদৌস বাপ্পাকে বিয়ের জন্য মেয়ে দেখাতে নিয়ে যায়। বাপ্পা মেয়েদের সাথে কথা বলতে ভয় পায় তাই ঘোমটাপরা কাজলের দিকে ফিরেও তাকায় না।

`বাবা কেন চাকর’ ছবিতে অমিত হাসানের সাথে `আমি বধূ সেজে থাকব তুমি পালকি নিয়ে এসো’ গানটি খুব জনপ্রিয়। সেসময় গানটি রেডিও/টেলিভিশনের নিয়মিত প্রচারিত গান ছিল।

‘বেঈমানী’ ছবিতে অমিতের সাথে আর একটা জনপ্রিয় গান `পিছু নিয়েছে কিছু লোক।’ গানটির নির্মাণ অসাধারণ। আরেকটা গান আছে ‘ওগো দুষ্টু ছেলে’ শিরোনামে। এ ছবিতে হুমায়ুন ফরীদির বোনের চরিত্রে অসাধারণ অভিনয় করেছে কাজল। অমিত হাসান-কাজল স্বল্প সময়ে জুটি দাঁড়িয়ে গিয়েছিল।

`সবার উপরে প্রেম’ ছবিতে ফেরদৌসের বান্ধবী থাকে, তাকে হেল্প করে শাবনূরের জন্য অথচ সে ভালোবাসে ফেরদৌসকেই।

ইলিয়াস কাঞ্চন-দিতি জুটির ‘বাঁচার লড়াই’ ছবিতে কাজল ছিল কাঞ্চনের শ্যালিকা, বিপরীতে রিয়াজ। বোনের মান ভাঙাতে দুলাভাই ও শ্যালিকা মিলে গান ধরে। জমজমাট গান ছিল।

চরিত্রের গুরুত্বের দিক থেকে কাজলের উল্লেখযোগ্য ছবি ‘দৌড়।’ এ ছবিতে প্রধান নারী চরিত্রটি তারই ছিল। বিপরীতে আলেকজান্ডার বো। ছবির গল্পটি খুব ভালো ছিল। গায়েন আলেকজান্ডারের সাথে সেও গান করে এবং সমাজের বাধার সম্মুখীন হয় গ্রামের মেম্বার সাদেক বাচ্চুর মাধ্যমে। শেষে আলেকজান্ডারকে বাঁচাতে নিজেই খুন করে সাদেক বাচ্চুকে। পুরো ছবিতে কাজল দাপিয়ে অভিনয় করেছে।

নাদিম হায়দারের সাথে ‘খুন ও ভালোবাসা’ আরেকটি উল্লেখযোগ্য ছবি।

কাজল নাটকেও বেশকিছু কাজ করেছে।

কাজল রুচিশীল নায়িকা ছিল। ভালো ছবি সিলেকশন, ভালো অভিনয় তার বৈশিষ্ট্য ছিল। অনেকের ভিড়ে তাকে আমরা ভুলিনি।


লেখক সম্পর্কে বিস্তারিত

বাংলাদেশের চলচ্চিত্র গত শতকে যেভাবে সমৃদ্ধ ছিল সেই সমৃদ্ধির দিকে আবারও যেতে প্রতিদিনই স্বপ্ন দেখি। সেকালের সিনেমা থেকে গ্রহণ বর্জন করে আগামী দিনের চলচ্চিত্রের প্ল্যাটফর্ম গড়ে উঠুক। আমি প্রথমত একজন চলচ্চিত্র দর্শক তারপর সমালোচক হিশেবে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখি। দেশের সিনেমার সোনালি দিনের উৎকর্ষ জানাতে গবেষণামূলক কাজ করে আগামী প্রজন্মকে দেশের সিনেমাপ্রেমী করার সাধনা করে যেতে চাই।

মন্তব্য করুন