Select Page

কাজী মারুফের ছিন্নমূল

কাজী মারুফের ছিন্নমূল

Kazi Marufকাজী হায়াৎ পরিচালিত ছিন্নমূল ছবিতে একেবারে নতুন রুপে দর্শকের সামনে আসছেন কাজী মারুফ। সোমবার থেকে সাভারের ফাইম স্টুডিওতে ছবিটির শুটিং শুরু হয়েছে।

এ ছবি আসলে এক নাম পরিচয়হীন ছেলের গল্প। যে ছেলে রাজনৈতিক অপকর্মের হাতিয়ার। না বুঝে অসৎ রাজনীতির অপকর্মগুলো সম্পন্ন করে। বাসে পেট্রলবোমা ছোড়ে, গাড়ি ভাঙচুর করে। কিন্তু এক সময় সে তার ভুল বুঝতে পেরে অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

আর এই চরিত্রে অভিনয় করেছেন কাজী মারুফ। কাজী মারুফ মানবজমিনকে বলেছেন, প্রথম ছবি ইতিহাস থেকে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সর্বনাশা ইয়াবা পর্যন্ত প্রতিটি ছবিতেই আমি নতুন নতুনরূপে আসার চেষ্টা করেছি। পেয়েছি দর্শকদের ভালবাসা এবং জাতীয় স্বীকৃতি।

মাল্টিমিডিয়া ফিল্ম প্রোডাকশন প্রযোজিত ‘ছিন্নমূল’ ছবিতে কাজী মারুফের নায়িকা লাক্স চ্যানেল আই সুপারস্টার অরিন।

‘ছিন্নমূল’-এর পাশাপাশি কাজী মারুফ আরও দুটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবি দুটি হলো মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘বিধ্বস্ত’ ও ফিরোজ খান প্রিন্স পরিচালিত ‘শোধ প্রতিশোধ’। ‘বিধ্বস্ত’ ছবিতে মারুফের নায়িকা অরিন এবং ‘শোধ প্রতিশোধ’-এ নায়িকা মৌসুমী হামিদ ও মৌমিতা মৌ। তিনটি ছবি নিয়েই আশাবাদী কাজী মারুফ বলেন, এখন একটি ছবির মূল বিষয় হচ্ছে গল্প। ভাল গল্প এবং গল্প অনুযায়ী নির্মাণ হলে যে কোন ছবিই দর্শক দেখবেন। তিনি বলেন, ‘ছিন্নমূল’, ‘বিধ্বস্ত’ এবং ‘শোধ প্রতিশোধ’ তিনটি ছবির গল্প অনেক জোরালো। আমার বিশ্বাস, প্রতিটি ছবিই ভাল হবে এবং দর্শকদের ভাল লাগবে।


মন্তব্য করুন