Select Page

কাজী হায়াৎ করছেন ৫১তম ছবি, মারুফ প্রথম

কাজী হায়াৎ করছেন ৫১তম ছবি, মারুফ প্রথম

একই দিন এলো পিতা-পুত্রের সিনেমা নির্মাণের ঘোষণা। এর মধ্যে কাজী হায়াৎ পরিচালনা করছেন ৫১তম ছবি, আর প্রথমবার নির্দেশনা দিতে যাচ্ছেন অভিনেতা কাজী মারুফ।

হায়াতের ছবির নাম ‘যোগ্য সন্তান’। অভিনয় করবেন শান্ত খান ও প্রার্থনা ফারদিন দীঘি। এই জুটির তৃতীয় ছবি এটি। প্রথম ছবি শামীম আহমেদ রনীর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’য়ের অর্ধেক শুটিং সম্পন্ন হয়েছে। মালেক আফসারীর ‘ধামাকা’র শুটিং এ মাসেই। অক্টোবরের ১৫ তারিখ থেকে তারা শুটিং করবেন ‘যোগ্য সন্তান’-এর।

শুটিংয়ে নামার আগে শান্ত-দীঘিকে ‘যোগ্য সন্তান’ করে গড়ে তুলতে গ্রুমিং শুরু করেছেন হায়াৎ। তিনি বলেন, “অসুস্থতার কারণে চার বছর কোনো ছবি নির্মাণ করিনি। গত বছর কাজে ফিরেছি ‘বীর’ দিয়ে। এখন থেকে নিয়মিত ছবি নির্মাণ করতে চাই। মান্না, ডিপজল এমনকি আমার সন্তান কাজী মারুফকে ইন্ডাস্ট্রিতে জায়গা করে দিয়েছি। এবার শান্ত ও দীঘিকেও শক্ত অবস্থান তৈরি করে দিতে চাই।”

‘যোগ্য সন্তান’ প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

অন্যদিকে কাজী মারুফের ছবির নাম ‘গ্রিন কার্ড’। শুক্রবার আমেরিকায় ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। ঢাকায় বসে অনলাইনের মাধ্যমে ছবিটির মহরত করেন কাজী হায়াৎ। বাংলা ও ইংরেজি, দুই ভাষায় ছবিটি নির্মিত হবে। এ ছবির বেশির ভাগ শুটিং হবে আমেরিকায়। কিছু কাজ থাকছে বাংলাদেশে। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কাজী মারুফ। শিশুশিল্পী হিসেবে অভিনয় করবেন আরিশ। নায়িকার নাম পরে জানানো হবে জানিয়ে নির্মাতা মারুফ তার নির্মাণকাজের সফলতার জন্য সবার দোয়া চেয়েছেন।


মন্তব্য করুন