Select Page

কাজ শেষ হলেই মাহির ছুটি

কাজ শেষ হলেই মাহির ছুটি

Mahi_bg_524724315মাহি আর জাজ আর একসাথে কাজ করবে না। আর জাজের দুটা ছবি আছে মাহির হাতে, অগ্নি-২ এবং অনেক দামে কেনা। দুটো ছবিরই কিছু কাজ বাকি আছে। এই কাজগুলো মাহি শেষ করবেন তারপর জাজ থেকে বিদায় নেবেন।

জাজের সিইও আলিমুল্লাহ খোকন জানান, ‘মাহির সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা জাজকে কোনো বিতর্কে জড়াতে চাই না, তাই মাহিকে আর জাজের সঙ্গে জড়াচ্ছি না। মাহিও জাজের প্রতি নমনীয় আর আমরাও মাহিকে অভিনেত্রী হিসেবে সম্মান করি। অগ্নি-২ এবং অনেক দামে কেনা ছবি দুটি জাজ প্রযোজিত এবং দুই ছবিতেই অভিনয় করেছেন মাহি। দুটো ছবিরই কিছু কাজ বাকি আছে। এই কাজগুলো মাহি শেষ করবেন।”

ছবি দুটি জাজ প্রযোজিত এবং মাহির সঙ্গে চুক্তি হওয়া শেষ ছবি। অগ্নি-২ ছবির একটি দৃশ্য শুট্যিং করা বাকি আছে এবং একদিনের ডাবিং বাকি আছে। আর অনেক দামে কেনা ছবিতে একটা গানের দৃশ্যধারণের কাজ বাকি আছে। মে মাসের মধ্যেই এ দুই ছবির সব কাজই শেষ হয়ে যাবে।

এ বিষয়ে মাহি বলেন, ‘’একটি ছবিকে আমি নিজের সন্তানের মতো মনে করি। আমার মা-বাবা আমাকে অনেক আদর দিয়ে বড় করেছেন। জাজও সেভাবে আমাকে অনেক যত্ন করে নায়িকা বানিয়েছে। আমার ছবিগুলো আমার কাছে সে রকমই আদরের। এ দুই জায়গা থেকে আমি শিখেছি, একটি সন্তানকে কীভাবে যত্ন করে লালন করতে হয়।”

সম্প্রতি মাহিকে নিয়ে একটি ভিডিওচিত্র প্রকাশ ও প্রযোজক আরশাদ আদনানকে কেন্দ্র করে যে সমালোচনার ঝড় উঠেছে, সেটির ওপর ভিত্তি করেই মাহিকে কালো তালিকাভুক্ত করার কথা গত শনিবার জানান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ।

জাজ মাল্টিমিডিয়ার ভালোবাসার রং ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন মাহি। এ ছাড়া অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজকাল, অগ্নি, কি দারুণ দেখতে, দবির সাহেবের সংসার, ময়নামতি, দেশা : দ্য লিডার, ওয়ার্নিং, রোমিও ভার্সেস জুলিয়েট ইত্যাদি তার অভিনীত এবং জাজ প্রযোজিত ছবি।

সূত্র: কালেরকন্ঠ


মন্তব্য করুন