Select Page

কাটাকাটি ছাড়াই মুক্তির জন্য প্রস্তুত ‘অহংকার’

কাটাকাটি ছাড়াই মুক্তির জন্য প্রস্তুত ‘অহংকার’

শাকিব খানশবনম বুবলি অভিনীত ‘অহংকার’  ২৮ মে সেন্সর ছাড়পত্রের জন্য জমা হয়। কোনো প্রকারের কাটাকাটি ছাড়াই বুধবার এটি ছাড়পত্র পেয়েছে।

খবরটি  মানবজমিনকে জানালেন ছবির নির্মাতা শাহাদৎ হোসেন লিটন। তিনি বলেন, আমি খুবই আনন্দিত। সেন্সরে আমার ছবিটির কোনো দৃশ্য কাটতে হয়নি। এজন্য আমি সেন্সরের সব সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। এখন ছবি মুক্তির পরিকল্পনা নিয়ে ভাবছি। এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি কবে এটি মুক্তি দেব। তবে ছবির প্রযোজকের সঙ্গে বসে ছবি মুক্তির তারিখ সকলকে জানিয়ে দেব।

শিগগিরই ‘অহংকার’-এর টিজার, ট্রেলার প্রকাশ পাবে বলে জানিয়েছেন ছবির নির্মাতা।

এটি শাকিব-বুবলি জুটির এটি তিন নম্বর ছবি। এর আগে এ জুটির ‘শুটার’ ও ‘বসগিরি’ নামে দুটি ছবি গত ঈদে মুক্তি পায়। ছবি দুটি ব্যবসা সফল হয়েছিল। ‘অহংকার’-এর কাহিনী লিখেছেন আবদুল মাবুদ কাওসার। তুষার কথাচিত্রের ব্যানারে এ ছবিতে শাকিব-বুবলি ছাড়া আরো বিভিন্ন চরিত্রে তমা মির্জা, আফজাল শরীফ, চিকন আলী প্রমুখ।


মন্তব্য করুন