Select Page

কানাডার পাশাপাশি অন্যদেশেও বাংলা ছবি

কানাডার পাশাপাশি অন্যদেশেও বাংলা ছবি

shakib_khan_srabonty_shikari

অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবির মাধ্যমে কানাডার সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন সিনেপ্লেক্সে বাংলা ছবির প্রদর্শন শুরু হয়। বর্তমানে চলছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘শিকারি’।

ছবিটি সেখানকার দর্শকরা গ্রহণ করায় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে প্রতি মাসে অন্তত একটি করে বাংলা ছবি প্রদর্শন করবে। এই মর্মে প্রযোজক সমিতি বরাবর একটি চিঠিও পাঠিয়েছে তারা। সমিতি সূত্রে জানা গেছে, আরো কিছু দেশের পরিবেশকদের সঙ্গেও কথা চলছে।

প্রযোজক সমিতির সাবেক ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন সহসভাপতি খোরশেদ আলম খসরু কালের কণ্ঠ বলেন, ‘বাংলা চলচ্চিত্রের প্রতি এমন ভালোবাসা জানানোয় আমরা চেইন সিনেপ্লেক্সের কাছে কৃতজ্ঞ। আজ তারা আমাদের পাশে দাঁড়িয়েছে।’

তিনি আরো বলেন, ‘কথা চলছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কিছু সিনেপ্লেক্সের সঙ্গে। আশা করছি তারাও এমন সিদ্ধান্ত নেবে। সব মিলিয়ে খুব শিগগির আবার বাংলা চলচ্চিত্র মুখ তুলে দাঁড়াবে।’


মন্তব্য করুন