Select Page

‘কানামাছি’ থেকে বাদ পড়েননি মম!

‘কানামাছি’ থেকে বাদ পড়েননি মম!

কিছুদিন আগে খবর প্রকাশ হয় অঞ্জন আইচের ‘কানামাছি’ ছবি থেকে বাদ পড়েছেন জাকিয়া বারী মম। ওই বিষয়ে তখন নায়িকা মুখ না খুললেও এমন জানালেন অন্য তথ্য।

সিনেমা থেকে তিনি বাদ পড়েননি। বরং চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিয়েছেন নির্মাতাকে।

এ নিয়ে সংবাদমাধ্যমকে মম বলেন, ‘এটা নিয়ে এই প্রথম আমি কথা বলছি। যে খবরটি প্রকাশ হয়েছে সেটি একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন। কিন্তু এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাইনি। কারণ যারা খবর প্রকাশ করেছেন তাদের ছোট করতে চাইনি। তবে আসল ঘটনা ভিন্ন।’

তিনি বলেন, ‘গত বছরের নভেম্বরে অঞ্জন আইচ সিনেমাটির ব্যাপারে আমার সঙ্গে মৌখিক কথাবার্তা বলেন। তা শুনে আমার ভালো লাগে। আমি তার কাছে স্ক্রিপ্ট চাই। তিনি বলেছিলেন ভারত থেকে স্ক্রিপ্ট লিখিয়ে আনবেন। আমি বারবার চাওয়ার পর যে স্ক্রিপ্ট তিনি দেন, সত্যি বলতে তা আমার ভালো লাগেনি। তাই তাকে আমি নিজেই টেক্সট করে বলেছি যে এই গল্পটি আমি করতে চাইছি না। আপনি ভালো কাজ করেন, ভবিষ্যতে আপনার সঙ্গে কাজ করব।’

‘… কিন্তু খবর বেরুলো আমাকে নাকি তারা বাদ দিয়েছে। এটা হয়তো সিনেমাটির মার্কেটিং পলিসি। তাই এ নিয়ে আমার কিছুই বলার নেই।’

এর আগে অঞ্জন আইচের পরিচালনায় ‘আগামীকাল’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন মম। সঙ্গে আছেন ইমন। ইতিমধ্যে ছবিটির শুটিংও শেষ হয়েছে।


মন্তব্য করুন