Select Page

‘কানামাছি’ নয় ‘তারকাঁটা’

‘কানামাছি’ নয় ‘তারকাঁটা’

52d16d7bb5cab-Untitled-1বেশ কয়েক মাস আগে পরিচালক মোস্তফা কামাল রাজ ঘোষণা দিয়েছিলেন তার নতুন ছবির নাম ‘কানামাছি‘। এতে অভিনয় করবেন শাকিব খান, চঞ্চল চৌধুরী ও  বিদ্যা সিনহা মীম। এর পরে সে ছবি কোন খোঁজ পাওয়া গেল না। সম্প্রতি নতুন আরেকটি নাম ঘোষণা দিলেন। তারকাঁটা। তবে এবারের ঘোষণাতে তিনি ছবির শুটিংয়ের তারিখও জানিয়েছেন।

দৈনিক ইত্তেফাককে জানান, ‘তারকাঁটা’-র শুটিং শুরু হচ্ছে ২৫ জানুয়ারি। টানা কাজ হবে ৪০ দিন। শুরুতেই কনসার্টের শুটিং। কনসার্টের দৃশ্য ধারণের জন্য এখন তেজগাঁওয়ের একটি স্টুডিওকে সাজানো হচ্ছে স্টেডিয়ামের মতো করে।’

এই ছবিতে শিল্পী নির্বাচনে তিনি বেশ চমক রেখেছেন। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো এক ছবিতে অভিনয় করবেন মৌসুমী, আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মীম।

এটি রাজের তৃতীয় ছবি।

 


মন্তব্য করুন