Select Page

কাবাডি নিয়ে ছবি

কাবাডি নিয়ে ছবি

75695_e2বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি নিয়ে এবার ‘ভালোবাসতে মন লাগে’ নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন কালাম কায়সার। বর্তমানে চলচ্চিত্রটির কাজ শেষ পর্যায়ে।

নবাগত নায়ক হূদয় চৌধুরী অভিনীত এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন নির্জনা, মিশা সওদাগর, আসিফ ইকবাল, পূজা, শবনম পারভিন, গুলশান আরা বেগম ও সীমান্ত।

ছবির পরিচালক কালাম কায়সার জানান, বিশ্বে ফুটবল, ক্রিকেট নিয়ে বহু সিনেমা হয়েছে। ভারতে ক্রিকেট খেলাকেন্দ্রিক ছবি ‘লগান’ তৈরি করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন নায়ক আমির খান। ইংলিশ তারকা ডেভিড বেকহ্যামকে নিয়ে হলিউডে ছবি তৈরি করেছেন ভারতীয় পরিচালক গুরিন্দর চাডডা। বাংলাদেশেও ফুটবল নিয়ে সিনেমা করেছেন খিজির হায়াত খান। ‘জাগো’ নামের সেই ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তাও পেয়েছে। এসবের অনুপ্রেরণায় জাতীয় খেলা কাবাডি নিয়ে ছবি নির্মাণ করেছি। ছবিজুড়ে বাংলাদেশের জাতীয়  খেলা কাবাডি।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, আমার বিশ্বাস এ ছবির মাধ্যমে কাবাডি খেলা গ্রামের মানুষের মনে ফের জাগাতে সক্ষম হবে। তাই নায়ক হূদয় চৌধুরী ও পরিচালক কালাম কায়সারের প্রস্তাবে আমি রাজি হয়ে যাই।

এ চলচ্চিত্রের মহরত হয়েছিল গত ২৫শে জানুয়ারি।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন