Select Page

শেষ হয়ে এসেছে ‘কার্তুজ’

শেষ হয়ে এসেছে ‘কার্তুজ’

imagesশেষ হয়ে এসেছে নায়ক পরিচালক বাপ্পারাজ পরিচালিত প্রথম ছবি ‘কার্তুজ’-এর শুটিং। রাঙ্গামাটিতে একটানা আউটডোর শুটিংয়ের পর উত্তরার একটি বাড়িতে ইনডোরের শুটিং করলেন তিনি। এখন বাকি শুধু একটি আইটেম গানের কাজ। এফডিসিতে জমকালো একটি সেট ফেলে এই গানের শুটিং করবেন পরিচালক।

বাপ্পারাজ মানবজমিনকে বলেন, ‘কার্তুজ’ একটি জমজমাট গল্পের ছবি। কোন কম্প্রোমাইজ ছাড়াই ছবির শুটিং করছি আমি। যখন যেখানে যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করছি।

তিনি বলেন, জীবনে প্রথম পরিচালনার ছবি। দায়িত্ব অনেক। প্রচণ্ড সতর্ক আমি। অধিকাংশ অভিজ্ঞ শিল্পীকে নিয়ে কাজ করছি। তারুণ্যের সংমিশ্রণও আছে। আমি চাই ‘কার্তুজ’ একটি দর্শকপ্রিয় ছবি হিসেবে স্বীকৃতি পাক।

রাজলক্ষ্মী টেলিফিল্মের প্রযোজনায় নির্মীয়মাণ ‘কার্তুজ’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সম্রাট, নবাগতা রিক্তা, নিপুণ, সোহান খান, তুষার খান, শিরিন বকুল, আহসানুল হক মিনু, শিমুল খান এবং চাষী নজরুল ইসলাম ও নায়করাজ রাজ্জাক

‘কার্তুজ’-এর চিত্রগ্রহণ করেছেন জেড এইচ মিন্টু। সংগীত ইমন সাহা, অ্যাকশন মিঠু, মেকাপ খলিল, স্থিরচিত্র অঙ্কুর।


মন্তব্য করুন